পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাবের সাহসী, নির্মোহ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা প্রশাংসার দাবীদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দৈনিক ইনকিলাবের তিনযুগ পূর্তি উপলক্ষ্যে দেয়া বাণীতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ইনকিলাব পরিবারের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আদর্শ সমাজ গঠনে অগ্রপথিকের ভূমিকা পালন করনে ইনকিলাবের সাহসী ভুমিকা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। মুক্তবুদ্ধি চর্চার মাধ্যমে সংবাদপত্র একটি অগ্রসর জাতি গঠনে চালিকাশক্তি হিসেবে কাজ করে। দেশের স্বাধীনতা অর্জন ও একে অর্থবহ করে তোলার পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠায়ও গণমাধ্যম সক্রিয় ভূমিকা পালন করছে। জঙ্গিবাদ, অপসংস্কৃতি, মূল্যবোধের অবক্ষয়, ধর্মান্ধতা, মাদক, দুর্নীতি ও সন্ত্রাস রোধে দৈনিক ইনকিলাব বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে আদর্শ সমাজ গঠনে অগ্রপথিকের ভূমিকা পালন করবে এবং অতীতের ধারাবাহিকতায় সাহসী, নির্মোহ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় দৈনিক ইনকিলাবের অব্যাহত ভূমিকা প্রশাংসার দাবীদার।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁরই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাহসী ও দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন অগ্রযাত্রায় ইতোমধ্যে বাংলাদেশ বিশ্বব্যাপী নজর কেড়েছে, অর্জন করেছে স্বল্পন্নোত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদা। আমি আশা করি, দৈনিক ইনকিলাব পাঠকের চাহিদা ও পছন্দকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পাঠকের মাঝে পৌঁছে দিতে সচেষ্ট হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বিজ্ঞানমনস্ক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরিতে বলিষ্ট ভূমিকা পালন করবে।
সরকারের উন্নয়ন কর্মকান্ড পাঠকের মাঝে পৌঁছে দিয়ে আগামী দিনেও সাংবাদিকতার মহান আদর্শকে লালন করে এবং সংবাদ পরিবেশনেও পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও দশের উন্নয়নে
দৈনিক ইনকিলাব নিবেদিত থাকবে, এ আমার প্রত্যাশা করছি। একই সঙ্গে পত্রিকাটির সফলতা কামনা করি এবং প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।