মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মা সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত হওয়ার পরদিনই মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর করোনা ধরা পড়েছে। গত বৃহস্পতিবার সোনিয়া গান্ধীর করোনা পজিটিভের কথা জানাজানি হয়। গতকাল শুক্রবার প্রিয়াঙ্কা নিজেই টুইট করে নিজে পজিটিভ হওয়ার কথা জানান।
প্রিয়াঙ্কার মৃদু উপসর্গ রয়েছে। তিনি আছেন কোয়ারেন্টিনে। গত বেশ কয়েকদিন যারা কাছাকাছি এসেছেন, তিনি তাদের করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। কংগ্রেসের কর্মসূচিতে যোগ দিতে উত্তরপ্রদেশে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু কর্মসূচির মাঝখানেই তড়িঘড়ি রাজধানীতে ফিরেছেন।
কর্মসূচির মাঝ পথেই প্রিয়াঙ্কার ফেরাকে কেন্দ্র করে শুরু হয় জল্পনা। মনে করা হয়েছিল মায়ের অসুস্থতার খবর পেয়ে দিল্লি ফিরেছিলেন তিনি। কিন্তু সব জল্পনার অবসান হল প্রিয়াঙ্কার টুইট বার্তায়।
টুইট বার্তায় প্রিয়াঙ্কা লেখেন, ‘আমি করোনায় আক্রান্ত। মৃদু উপসর্গ রয়েছে। কোভিড প্রোটোকল মেনে কোয়ারেন্টিনে রয়েছি। যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের সবধরনের সতর্কতা অবলম্বন করতে বলছি। এবং পরামর্শ দিচ্ছি কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য’। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।