Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত সন্তানের পাশে মা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ১২:০০ এএম

ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। মৃত সন্তানকে শুঁড়ে তুলে মাইলের পর মাইল পথ হাঁটল মা হাতি। সন্তানের প্রতি স্নেহ, অনুভূতি যে শুধু মানুষেরই নয়, তা প্রমাণ হল আরও একবার। আর এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।
একদল হাতি গত ২৭ মে সকালে ঢুকেছিল জেলার বানারহাটের চুনাভাটি চা বাগানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট দলে ভাগ হয়ে হাতি চলতে শুরু করে। বনকর্মীদের অনুমান, বাগানের দুই দিকের দুই জঙ্গলের কোনও একটি থেকে হাতির দলটি লোকালয়ে চলে আসে।

সব হাতি চললেও একটি হাতি অনেক্ষণ দাঁড়িয়েছিল। দু’পাশে চা গাছ থাকায় হাতিটির গতিবিধি বুঝে উঠতে পারছিলেন না স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পর তারা বুঝতে পারেন হাতিটির সঙ্গে একটি সদ্যোজাত বাচ্চাও রয়েছে।
কিন্তু সেই বাচ্চাটি জীবিত নয়, মৃত। আর মৃত বাচ্চাকে নিয়ে ব্যস্ত মা হাতি। বারবার বাচ্চাটিকে আদর করছে সে। কিছুক্ষণ পর তারা দেখতে পান মৃত সন্তানকে শুঁড়ে তুলে চা বাগানের পথ ধরেছে মা হাতিটি।

প্রায় ৮ কিলোমিটার পথ যেতে যেতে বাচ্চাকে মাটিতে কখনও রাখছে আবার কখনও আদর করছে সে। সকাল থেকে বিকাল পর্যন্ত মৃত সন্তানকে আগলে দাঁড়িয়ে থাকে মা হাতি। এমন দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি প্রত্যক্ষদর্শী এবং বনকর্মীরা। সূত্র : সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ