বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যানজটে পড়ে নিজের গাড়ি ছেড়ে মোটরসাইকেলে চড়ে একটি সমাবেশে যোগ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় সিএমপির বন্দর থানার ওসি তদন্তের মোটরসাইকেলের পেছনে বসে ১০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে এ সমাবেশে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে। মন্ত্রী বিকেল সোয়া ৫টায় বিমানযোগে চট্টগ্রাম পৌঁছান। এরপর মন্ত্রীর জন্য নির্ধারিত গাড়িতে চড়ে জামালখানের প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু চট্টগ্রাম বন্দর এলাকায় তীব্র যানজটে আটকা পড়ে মন্ত্রীর গাড়ি। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে নগরীর প্রধান সড়কে যানজট স্থায়ী রূপ নিয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার মন্ত্রী গাড়ি বহর রেখে পুলিশের মোটরসাইকেলে চড়ে বসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।