Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেন ‘পরিচালনা’য় কালো গোখরা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২২, ১২:০৪ এএম


রেলওয়ে স্টেশনের প্যানেল রুম দখল করে নিল গোখরা। কুÐলী পাকিয়ে একেবারে রাজকীয় ভঙ্গিমায় ফণা তুলে সিগন্যালিং যন্ত্রের উপর বসেছিল বিশাল সাপ। প্যানেল রুমে এমন এক আগন্তুককে দেখে আঁতকে উঠেছিলেন স্টেশন মাস্টার।

তবে স্টেশন মাস্টার গোখরোটিকে কোনও ভাবে বিরক্ত করতে চাননি। সেই ছবি নেটমাধ্যমে ভাইরাল হতেই কেউ কেউ রসিকতা করে বলেছেন, ‘যাক, এবার তাহলে সাপও ট্রেন পরিচালনার দায়িত্বে!’
কেউ আবার বলেছেন, ‘সামনে এত বড় বিষধর একটি সাপকে দেখেও প্রায় নির্বিকার ভাবে বসে রয়েছেন স্টেশন মাস্টার!’ আবার কেউ রকিসতা করে বলেছেন, ‘স্টেশন মাস্টার ঠিক মতো কাজ করছেন কি না, তা খতিয়ে দেখতে এসেছে গোখরাটি।’

জানা গেছে, গোখরাটি লম্বায় ৬ ফুট। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের কোটা জেলার রাবতা রোড রেলওয়ে স্টেশনে। গোখরাটি বেশ কিছুক্ষণ সিগন্যালিং যন্ত্রের উপর বসেছিল। তার পর ধীরে ধীরে প্যানেল রুম ছেড়ে বেরিয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, এই ঘটনার জন্য ট্রেন চলাচলে কোনও বিঘœ ঘটেনি। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ