Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে বিধ্বস্ত রহমান ফুটবল একাডেমি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ৯:৫১ পিএম

বসুন্ধরা গ্রুপ পাইওনিয়ার ফুটবল লিগে বরিশাল ফুটবল একাডেমির কাছে বিধ্বস্ত হলো আব্দুর রহমান ফুটবল একাডেমি। বৃহস্পতিবার বিকালে পল্টন ময়দানে কেন্দ্রীয় জোনের ‘খ’ গ্রুপে দিনের দ্বিতীয় খেলায় ফরোয়ার্ড স্বাধীন হোসেন ও অধিনায়ক হাসানউল্লাহ রাব্বীর হ্যাটট্রিকে বরিশাল ফুটবল একাডেমি ১০-১ গোলে উড়িয়ে দেয় রহমান ফুটবল একাডেমিকে। বিজয়ী দল ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল। বরিশালের হয়ে স্বাধীন ও রাব্বী ৪টি করে গোল করেন। দলের পক্ষে বাকি দুই গোল করেন যথাক্রমে ওয়ালিউল্লাহ ও মিজান। রহমান ফুটবল একাডেমির আন্না দলের হয়ে একমাত্র গোলটি শোধ দেন। লিগে এটা বরিশালের টানা দ্বিতীয় জয়। ৩১ মে প্রথম ম্যাচে তারা ৬-০ গোলে হারিয়েছিল সাতরওজা নবীব সংঘকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ