নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়ান কাপ বাছাই খেলতে মালয়েশিয়া যাত্রার আগে বুধবার রাতে ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাভা দ্বীপের বান্দুং শহরের সি জালাক হারুপাত স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ম্যাচে ইন্দোনেশিয়াকে রুখে দিয়ে খুশি মনে এখন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থান করছেন জামাল ভূঁইয়ারা। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ শেষ করে বৃহস্পতিবার বিকালে ইন্দোনেশিয়া থেকে রওয়ানা হয়ে মালয়েশিয়ার সময় রাত ৮টায় কুয়ালালামপুরে পৌঁছায় বাংলাদেশ দল। শুক্রবার বাংলাদেশ দলের কোনো অনুশীলন নেই। আগামী ৮ থেকে ১৪ জুন পর্যন্ত কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপের খেলা। যেখানে বাংলাদেশ খেলবে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে।
এদিকে বুধবার ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে দারুণ খুশি বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকে দু’জনই একই কথা বলেন। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩৭ বছর পর ড্র করাকে নিজেদের বড় অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ ও অধিনায়ক। ক্যাবরেরা বলেন, ‘খেলোয়াড়রা পরিকল্পনা মতো খেলতে পেরেছে। এজন্যই ম্যাচ ড্র করা সম্ভব হয়েছে।’
তার পরিকল্পনা ছোট ছোট বøক সফল হয়েছে বলে দাবি এই স্প্যানিশ কোচের, ‘আমাদের পরিকল্পনা ছিল ছোট বøক করে খেলা। আমরা এটি দারুণভাবে করতে পেরেছি।’
ফুটবল গোলের খেলা। ক্যাবরেরা দায়িত্বগ্রহণের পরে এই নিয়ে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচে ডাগ আউটে দাঁড়ালেন। একটি ম্যাচ হারলেও বাকি দুই ম্যাচ ড্র করে তার পরিসংখ্যানটা খারাপ নয়। কিন্তু তিন ম্যাচের একটিতেও গোল নেই লাল-সবুজদের। বিষয়টি তাকে ভাবালেও খুব বেশি উদ্বিগ্ন নন তিনি, ‘কাউন্টার অ্যাটাকে আমাদের গোলের পরিকল্পনা ছিল। এই ম্যাচে আমরা গোল পাইনি আশা করি সামনে পাবো।’
অধিনায়ক জামাল ভূঁইয়াও কোচের সুরে সুর মেলালেন, ‘কাউন্টার অ্যাটাকে আমরা গোল করতে পারিনি সত্য। আমরা কোনো গোলও কিন্তু হজম করিনি। এই এক পয়েন্ট আমাদের এশিয়া কাপের বাছাইয়ে ভালো খেলতে সাহায্য করবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।