Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ফর্টিজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ৯:১২ পিএম

দেশের পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর খ্যাত বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) সেরা দুইয়ে থেকে ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার যোগ্যতা অর্জন করেছে ফর্টিজ ফুটবল ক্লাব লিমিটেড। দুই ম্যাচ হাতে রেখেই দলটি বিসিএলে চ্যাম্পিয়ন হওয়ার পথে রয়েছে। ১জুন (বুধবার) কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের বিশতম ম্যাচে ফর্টিজ ৫-০ গোলে কাওরান বাজার প্রগতি সংঘকে উড়িয়ে দিয়ে বিপিএলে খেলা নিশ্চিত করেছে। ২০ ম্যাচে ১২ জয়, সাত ড্র ও এক হারে ৪৩ পয়েন্ট পাওয়া ফর্টিজের নাম তালিকায় সবার আগে। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলা আজমপুর ফুটবল ক্লাব ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে। লিগে নিজেদের শেষ দুই ম্যাচে ফর্টিজ হারলেও বিপিএলে ওঠার ক্ষেত্রে তাদের কোন সমস্যা হবে না। কারণ ফর্টিজ ও আজমপুর ফুটবল ক্লাবের মধ্যেই লিগ চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হবে। তবে বিশ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে নোফেল স্পোর্টিং ক্লাব তৃতীয়স্থানে থাকলেও তাদের সম্ভাবনা রয়েছে বিপিএলে খেলা। কারণ পাতানো ম্যাচ খেলার অভিযোগে ইতোমধ্যে অভিযুক্ত হয়েছে আজমপুর। শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণীত হলে নতুন এই ক্লাবটির বিপিএলে খেলা অনিশ্চিত হতে পারে। এক্ষেত্রে প্রিমিয়ার লিগে ওঠা তো দূরের কথা, উল্টো বড় শাস্তির মুখে পড়তে হবে আজমপুরকে। যদি তাই হয় তাহলে নোফেলের ভাগ্য খুলে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ