Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালিকানা হাত বদল হচ্ছে চিটাগাং ভাইকিংসের!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১১:৪৯ পিএম

শামীম চৌধুরী, চট্টগ্রাম থেকে : লাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএলে) বিপিএল টি-২০’র মালিকানা স্বত্ব হারানো কিংবা মালিকানা বদল নুতন কিছু নয়। প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গøাডিয়েটর্সের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমানিত হওয়ায় কেড়ে নেয়া হয়েছে ইউরোপা গ্রæপ পরিচালিত এই ফ্রাঞ্চাইজির মালিকানা। প্রথম ২ আসরে অংশ নেয়া চিটাগাং কিংস, সিলেট রয়্যালস, দূরন্ত রাজশাহী, খুলনা রয়েল বেঙ্গল হারিয়েছে বিপিএল ‘থ্রি’তে খেলার যোগ্যতা। আর্থিক সংকটে পড়ায় রংপুর রাইডার্সের মালিকানা হাত বদল হয়েছে চলমান আসরে। অথচ, যে দলটি বিপিএলে খেলাপী নয়, সেই দলটির মালিকপক্ষ চাঁটগার কেউ নন বলে তার হাত থেকে চিটাগাং ভাইকিংসের মালিকানা হাত-বদল হতে যাচ্ছে!
বিপিএলে চিটাগাং ভাইকিংসের খেলা দেখতে বন্দরনগরীতে উপচে পড়ছে দর্শক। গত শুক্রবারে নির্ধারিত টিকিটের সবই হয়ে গেছে বিক্রি। তবে আঞ্চলিকতার টানে যে দলটির খেলা দেখতে আসছে চাঁটগারবাসী, সেই দলটি স্থানীয় দর্শক সমর্থকদের প্রত্যাশা মেটাতে পারছে না। দলটির মালিকপক্ষও চট্টগ্রাম কেন্দ্রিক নন। পর পর ২ বার আইকন ক্যাটাগরীতে চাটগাঁর কৃতি সন্তান তামীমকে দলে নিয়েও চিটাগাং ভাইকিংস ফ্রাঞ্চাইজির বিপক্ষে অভিযোগের তীর।
চাঁটগার কেউ নন বলে ফ্রাঞ্চাইজি চিটাগাং ভাইকিংসের স্বত্ব ডিবিএল গ্রæপের মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে বহাল রাখার পক্ষে নন চট্টগ্রাম সিটি মেয়র, বিসিবি সহ-সভাপতি এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনÑ ‘বিপিএল একটি জনপ্রিয় ইভেন্ট। চিটাগাং নামে যারা দল নিয়েছে, তারা তো আমাদের (চট্টগ্রামের) প্রত্যাশা পূরণ করতে পারছে না। তারা চট্টগ্রামে ব্যবসা করেন ঠিকই, তবে প্রকৃত অর্থে চাঁটগার কেউ নন তারা! দল খারাপ করলে অনেক ব্যর্থতার কথা চলে আসে। তাই বিষয়টি সিরিয়াসলি নিচ্ছি। আমি নিজেও ভাবছি। আগামী বছর চিটাগাংয়ের দলটি নেয়ার চিন্তা আছে।’
নিলামে সর্বোচ্চ দরে বিপিএলে চট্টগ্রামের স্বত্ব কিনেও দ্বিতীয় আসরে ফ্রাঞ্চাইজি ফি খাতে ১.২ মিলিয়ন ডলারের অধিকাংশই রেখেছে বকেয়া। বিপিএলের প্রথম ২ আসরে অংশগ্রহণকারী দল চিটাগাং কিংস প্রতারণা করেছে ক্রিকেটারদের সাথে। ক্রিকেটারদের বকেয়া সম্মানী করেনি পরিশোধ এস কিউ স্পোর্টস মালিকানাধীন প্রতিষ্ঠানটি। বাধ্য হয়ে বিপিএলের দ্বিতীয় আসারের রানার্স আপ দলটির অপরিশোধিত অর্থ ক্রিকেটারদের হাতে দিয়েছে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)! ফ্রাঞ্চাইজি ফি এবং ক্রিকেটারদের সম্মানী পরিশোধে ব্যর্থ ওই ফ্রাঞ্চাইজিকে বাদ দিয়ে ডিবিএল গ্রæপের কাছে চট্টগ্রামের সত্ত¡ বিক্রি করেছে বিসিবি। বিসিবি’র শর্ত মেনে বছর প্রতি ব্যাংক গ্যারান্টি সাড়ে ৪ কোটি টাকা এবং ১ কোটি টাকা পে-অর্ডার জমা দিয়ে চিটাগাং ভাইকিংস ৪ বছরের জন্য ফ্রাঞ্চাইজি স্বত্ব পেয়েছে। বিপিএল ‘থ্রি’ তে প্লেয়ার্স পেমেন্ট যথাসময়ে পরিশোধে অন্য ফ্রাঞ্চাইজিদের বিপক্ষে যেখানে অভিযোগের অন্ত নেই, সেখানে প্লেয়ার্স পেমেন্টে প্রশংসা কুড়িয়েছে চিটাগাং ভাইকিংস। পুরো আসরে মাত্র ২টি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় সবার নীচে থেকেও গত বছর বিসিবি’র বেঁধে দেয়া নির্ধারিত সময়ের আগেই সর্বশেষ কিস্তির টাকাও করেছে পরিশোধ চিটাগাং ভাইকিংস।
বিসিবি’র সকল শর্ত পূরণ করায় বিপিএলে চট্টগ্রামের মালিকানা কেন হারাবেন, সে প্রশ্ন চিটাগাং ভাইকিংসের কর্ণধার এম এ ওয়াহেদেরÑ ‘যেহেতু দলটি ৪ বছরের জন্য নেয়া হয়েছে, তাই আমরা আমাদের মেয়াদ পার করার চেষ্টা করব। বিপিএলে চিটাগাংয়ের ফ্রাঞ্চাইজি চট্টগ্রামের কারো কাছে থাকতে হবে, এমন শর্ত তো কোথাও নেই। তাছাড়া আমরা কিন্তু চট্টগ্রাম বিভাগেরই লোক।’
পোর্ট সিটি ক্রিকেট লীগ (পিসিএল) জন্ম দিয়েছেন আ.জ.ম নাছির। বিপিএল টি-২০’র আগে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে হই চই ফেলে দিয়েছিল তার প্রবর্তিত আসর পিসিএল। নিলামে ক্রিকেটারদের বিক্রির আইডিয়াটা বাংলাদেশে প্রবর্তন করেছেন তিনিই। দেশের বাইরে (সংযুক্ত আরব আমিরাতে) একবার মহা ধূমধামে আয়োজন পর্যন্ত করেছেন পিসিএল আ.জ.ম নাছির। বিসিবি’র অনুমোদন না পাওয়ায় ২ আসর পর থমকে গেছে পিসিএল। আঞ্চলিকতার প্রসঙ্গ তুলে মালিকানা পরিবর্তনের কথা উঠলে রংপুর রাইডার্সও কিন্তু হারাবে বিপিএল ফ্রাঞ্চাইজি স্বত্ব। তবে আ.জ.ম নাছির উদ্দিন বিসিবি’র সহ-সভাপতি বলে তার ইচ্ছে প্রকাশটিই চিটাগাং ভাইকিংসের মালিকানা পরিবর্তনের জন্য যথেষ্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ