Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, কিছুই বলা যাচ্ছে না, বিসিবির খরচ কমাতে হবে-পাপন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ৮:৪১ পিএম | আপডেট : ৮:৪২ পিএম, ২ জুন, ২০২২

বিশ্বের অন্যতম সেরা ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে একটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবার সেই বিসিবির বাড়তি খরচ বাঁচানোর পরিকল্পনা হাতে নিয়েছে। ভ্রমণ টিকিটসহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়ায় আগের মতো ‘অতিরিক্ত’ ক্রিকেটার নিয়ে আর বিদেশ সফর না করার ভাবনা বিসিবির। এজন্য প্রয়োজনে আসন্ন উইন্ডিজ সফরের ঘোষিত স্কোয়াড থেকে ক্রিকেটার ছাটাইয়ের ভাবনাও রয়েছে বোর্ডের।


বৃহস্পতিবার বোর্ডে সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,‘সবশেষে একটা বড় বিষয়, আমরা দেখছি খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। দেশের কথা বলছি না। অনেক কিছুরই খরচ বেড়ে গেছে। উদাহরণস্বরুপ আগে যে টিকিট ভাড়া ছিল ৩-৪ লাখ, সেটি এখন হয়ে যাচ্ছে ১০-১১ লাখ। হোটেল ভাড়া যেটা ছিল বড়জোর ২৫০ ডলার। সেটি এখন কমপক্ষে ৪০০-৫০০ ডলার করে লাগছে।’

এছাড়া তিনি বলেন,‘এতো বেশি করে দেওয়ার পরেও পাওয়া যাচ্ছে না। তো খরচ একটা বড় ইস্যু। সেজন্য এই খরচ কমিয়ে আনতে হবে। এতোদিন আমরা যেভাবে (বিদেশ সফরে) পাঠিয়েছি, বিশেষ করে কোভিড পরিস্থিতিতে সতর্কতাস্বরুপ অনেক বাড়তি খেলোয়াড়, স্টাফ পাঠিয়েছি। এখন আর সেই পরিস্থিতি নেই। এছাড়া যেহেতু এখন বাইরে জিনিসপত্রের দাম সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না, সেজন্য বোর্ডকে সামগ্রিকভাবে বলা হয়েছে প্রত্যেকটা বাজেট কমিয়ে আনতে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ