নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : উইকেট আশ্বিন-জাদেজাদের সুরেই কথা বলছিল। কখনো বল আসছিল একেবারে নীচু হয়ে, কখনো ভয়ঙ্কর সব বাউন্স। এর মধ্যেই টানা ৫০ ওভার কাটিয়ে দিলেন কুক-হামিদ উদ্বোধোনী জুটি! বিরাট কোহলির কপালে ভাজ পড়ারই কখা। তবে পড়লেও সেই ভাজ উধাও হওয়ার কথা শেষ ১০ ওভারে। ইংল্যান্ডের ৮৭ রানে ফিরেছেন দু’জনই। আজ শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার ৮ উইকেট, ইংল্যান্ডের ৩১৮ রান।
জিততে হরে রেকর্ড করতে হবে সফরকারীদের। তবে সেদিকে হাটার চেয়ে আজও দাঁতে দাঁত চেপে ৯০ ওভার কাটিয়ে দেয়ার দিকেই মন থাকবে তাদের। গতকাল ৫০ ওভারে মাত্র ৭৫ রানের পরিসংখ্যান তো তেমন বার্তাই দেয়। দুই ওপেনারকে ফিরিয়ে বার্তা দিয়ে রেখেছেন আশ্বিন-জাদেজাও। হাসিব হামিদের ১৪৪ বলে ২৫ রানের লড়াকু ইনিংসের সমাপ্তি ঘটে আশ্বিনের নীচু হয়ে আসা বলে এলবিডবিøউর ফাদে পড়ে। দিনের শেষ বলে একই রকম আউট হয়ে ফেরেন অ্যালিস্টর কুকও। এ যাত্রায় বোলার ছিলেন জাদেজা। ১৮৮ বলে ৫৪ রান আসে ইংলিশ অধিনায়কের ব্যাট থেকে।
এর আগে ভিসাখাপত্তমে ৩ উইকেটে ৯৮ রান নিয়ে খেলতে নামা ভারত গুটিয়ে যায় ২০৪ রানে। ততক্ষণে ইংল্যান্ডের সামনে ৪০৫ রানের পাহাড়। প্রথম ইনিংসের ব্যাটিং নায়ক বিরাট কোহলি ফেরেন সর্বোচ্চ ৮১ রান করে। স্টুয়ার্ট ব্রড ও আদিল রশিদ নেন চারটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ২৫৫ ও ৫৯.২ ওভারে ৮৭/২ (কুক ৫৯, হামিদ ২৫, রুট ৫*; সামি ০/১৬, উমেশ ০/৮, অশ্বিন ১/২৮, জাদেজা ১/২৫, জয়ন্ত ০/৭)।
ভারত : ৪৫৫ ও ৬৩.১ ওভারে ২০৪ (বিজয় ৩, রাহুল ১০, পুজারা ১, কোহলি ৮১, রাহানে ২৬, অশ্বিন ৭, ঋদ্ধিমান ২, জাদেজা ১৪, জয়ন্ত ২৭*, উমেশ ০, সামি ১৯; অ্যান্ডারসন ১/৩৩, ব্রড ৪/৩৩, রশিদ ৪/৮২, স্টোকস ০/৩৪, মঈন ১/৯)।
চতুর্থ দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ইংল্যান্ড ৩১৮ রানে পিছিয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।