নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম থেকে : হারের বৃত্ত ভেঙ্গে দু’দল চট্টগ্রামে। জয় দিয়ে আসর শুরু করে টানা ৪ হারে বিপর্যস্ত হয়ে পড়া চিটাগাং ভাইকিংস জয়ে ফিরেছে হোম গ্রাউন্ডে দ্বিতীয় ম্যাচে এসে। সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স হারের বৃত্ত ভেঙ্গেছে চট্টগ্রামে। টানা ৫ হারের পর দেখেছে তারা জয়ের মুখ। শেষ চারের ঠিকানা খুঁজে নিতে আজ দল দু’টির ম্যাচ রূপ পাচ্ছে ডু অর ডাই ম্যাচে। চট্টগ্রামের মাটিতে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে খেলতে হবে সমর্থকদের প্রতিপক্ষ হিসেবে, তার উপর প্রথম লেগে তামীমের দলটির কাছে হারের অতীত আছে মাশরাফিদের। তবে রাজশাহীকে ৩২ রানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়াকেই দলটির প্রধান শক্তি বলে মনে করছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মিজানুর রহমান বাবুলÑ ‘আমরা পাঁচ ম্যাচ জয়ের দেখা পেয়েছি, তাই দলে এখন একটা উৎফুল্লতা এসেছে।’
তবে এক জয়ে আত্মহারা হওয়ার কিছুই দেখছেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচÑ ‘রিলাক্সের সুযোগ নেই। এতগুলো ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচে জয় পেয়েছি। ছন্দে ফেরা দরকার ছিল, সেই ছন্দ পেয়েছি। এখন উদ্দীপনা নিয়ে আমরা খেলবো।’
এদিকে মোহাম্মদ নবী, তাসকিন এবং বিজয়ের সমন্বিত পারফরমেন্সে রাজশাহীর বিপক্ষে স্বস্তির জয়ে ছন্দে ফেরা তামীমের দলটিও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচটিকে নিয়েছে সিরিয়াসলি। শেষ ৪ এর সমীকরণ মেলানোর দূরূহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাই এখন দলটির জন্য বড় চ্যালেঞ্জ। উইকেট কিপার জাকির হাসান ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সে লক্ষ্যের কথাই বলেছেনÑ ‘আমাদের লক্ষ্য একটাই, ম্যাচ বাই ম্যাচ জয়। আপাতত: লক্ষ্য কালকের (আজকের) ম্যাচ জয়।’
সর্বশেষ ম্যাচে বিজয়ের রানে ফেরা, তাসকিনের ৫ উইকেট স্বস্তি ফিরিয়ে এনেছে দলের, তা মনে করছেন জাকিরÑ ‘সর্বশেষ ম্যাচে বিজয় ভাই হাফ সেঞ্চুরি করেছেন। তাসকিন ভাই খুব ভালোভাবে কামব্যাক করেছেন। ইমরান ভাই গত ম্যাচে ভাল বোলিং করেছেন, নবী ভাই নিয়মিত ভালো বল করছেন। যারা লোকাল স্পিনার আমরা আছি বা যারা আছে তারাও টুকটাক পারফর্ম করছে। আমরা যদি আরেকটু ভালো করি, তাহলে অনেক কিছু সম্ভব।’ বড় স্কোর করে গত ম্যাচ জিতে যাওয়ায় আত্মবিশ্বাসের পারদটা কুমিল্লার চেয়ে বেশি বলে মনে করছেন চিটাগাং ভাইকিংসের এই তরুণÑ ‘সর্বশেষ ম্যাচ জিতে কুমিল্লা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, তা ঠিক। তবে আমরা ওদের চেয়ে মনে হয় একটু আত্মবিশ্বাসী। কারণ আমরা বড় স্কোর আছি, ভালো বোলিং করেছি। এর আগে ওদের সাথে আমরা জিতেছিও। তাছাড়া হোম গ্রাউন্ডে খেলছি বলে এখানে সবাই আমাদের সাপোর্ট করছে।’
এদিকে জয়ের ধারায় ফিরতে যখন ঢাকা ডায়নামাইটস আজ অবতীর্ণ হচ্ছে রাজশাহী কিংসের, তখন রাজশাহী কিংসের প্রেরণা প্রথম লেগে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জয়। ৫ ম্যাচে একমাত্র জয় তাদের সেটাই। লেট এবং টেল এন্ডারদের ব্যর্থতায় একটার পর একটা ম্যাচ হাতের মুঠো থেকে ফসকে যাওয়ায় যে পরিস্থিতির মুখে এখন দাঁড়িয়ে রাজশাহী কিংস, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর টনিক পাচ্ছে তারা। অধিনায়ক ড্যারেন স্যামী সে আশার কথাই শুনিয়েছেনÑ ‘আমরা আগামীকাল (আজ) ঢাকার বিপক্ষে মাঠে নামব। টুর্নামেন্টে তারাই একমাত্র দল, যাদের বিপক্ষে আমরা জয় পেয়েছি। আর এই জয়টাই আমাদের কালকের (আজ) ম্যাচে ভালো খেলতে আত্মবিশ্বাস যোগাবে।’ ৫ ম্যাচে মাত্র ১টি জয়, তারপরও সমীকরণের হিসেবে এখনো শেষ চারের আশা দেখছেন স্যামীÑ ‘আমরা ভালো খেলছি না। তারপরও আমরা দল হিসেবে যতটা ভালো, সেই হিসেবে ফল পাচ্ছি না। সেরা চারে খেলার ব্যাপারে এখনো আত্মবিশ্বাসী। সামনের ম্যাচগুলোতে সেরা ক্রিকেট খেলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ দলটি ব্যাটিং পুরোপুরি সাব্বির নির্ভর হয়ে পড়েছে, তাই এখন দলগত নৈপূন্যে প্রত্যয়ী রাজশাহী কিংস অধিনায়কÑ ‘সাব্বির আমাদের মূল ব্যাটসম্যান। সে আমাদের রানের চাকা সচল রাখছে। কিন্তু ক্রিকেট দলগত খেলা। একজনের পক্ষে ম্যাচ জেতানো সব সময়ই কঠিন। আমরা তাই দলগত পারফরমেন্সের কথাই ভাবছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।