নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রাম ব্যুরো : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (জেবি বিপিএল)’র পয়েন্ট টেবিলে আরামবাগ ক্রীড়া সংঘকে টপকে গেল ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। গতকাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে লিগের ১৫তম রাউন্ডের খেলায় ব্রাদার্স ২-১ গোলে হারায় আরামবাগকে। বিজয়ী দলের এনকোচা কিংসলে ও আগস্টিন ওয়ালসন একটি করে গোল করেন। আরামবাগের সাজিদুর রহমান এক গোল শোধ দেন। এই জয়ে ব্রাদার্স ১৫ ম্যাচ শেষে ২১ পয়েন্ট পেয়ে আরামবাগকে পেছনে ফেলে তালিকার পঞ্চমস্থানে উঠে এলো। সমান ম্যাচে ২০ পয়েন্ট পাওয়া আরামবাগ নেমে গেল ষষ্ঠস্থানে।
কাল ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে সমান তালেই লড়েছে আরামবাগ ও ব্রাদার্স। তবে গোলের সুযোগ অপেক্ষাকৃত বেশী সৃষ্টি করে ব্রাদার্সই। বিশেষ করে তাদের দুই বিদেশী রিক্রুট কিংসলে এবং ওয়ালসনের আক্রমণ দর্শকদের নজর কাড়ে। যার ফলে ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় ব্রাদার্স। ২ মিনিটে মিডফিল্ডার শফির যোগান দেয়া বল আরামবাগ বক্সে নিজের আয়ত্তে নিয়ে কিংসলে চমৎকার শটে গোল করেন (১-০)। ম্যাচের ২০ মিনিটে কিংসলের পাস থেকে ওয়ালসন গোল করে ব্যবধান বাড়ান (২-০)। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিছুটা রক্ষণাত্মক কৌশলে খেলে ব্রাদার্স। ফলে তাদেরকে এক গোল হজম করতে হয়। ম্যাচের ৬৩ মিনিটে আরামবাগের বদলি খেলোয়াড় সুফিয়ান ডানপ্রান্ত থেকে ব্রাদার্স ডি-বক্সে ক্রস করলে চমৎকার হেডে সাজিদুর রহমান গোল করে ব্যবধান কমান (১-২)। এরপর ম্যাচে সমতা আনতে আপ্রাণ চেষ্টা করলেও আরামবাগ আর সফল হতে পারেনি। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে তারা। লিগের প্রথম পর্বে দু’দলের লড়াইটি ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিলো।
একই ভেন্যুতে সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে উত্তর বারিধারা ক্লাব ২-০ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়ে চমক দেখায়। বিজয়ী দলের মনির ও সবুজ একটি করে গোল করেন। এই জয়ে বারিধারা ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে ফেনী সকার ক্লাবকে পেছনে ফেলে তালিকার এগারতমস্থানে উঠে আসলো। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানেই রইলো রহমতগঞ্জ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।