Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরেই জয়ের নায়ক তোরে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১১:৪৪ পিএম

পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া নিয়ে যখন আলোচনা শুরু তখন থেকেই আলোচনায় ছিলেন আইভোরি কোস্ট তারকা ইয়াইয়া তোরে। অনুমান সত্যি করে মৌসুম জুড়েই ছিলেন গার্দিওলার দলের বাইরে। পরশু প্রথম পেলেন সুযোগ। তোরেও যেন ঠিক এই অপেক্ষাতেই ছিলেন। ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে ২-১ গোলের জয়ে দুটি গোলই করেন তোরে।
ম্যাচ শেষে তোরেও স্বীকার করলেন তার অপেক্ষার কথা, ‘মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম এবং জানতাম একদিন ঠিকই ম্যানেজারের প্রয়োজন পড়বে আমার।’ গত দুইমাস অনুশীলনে ভালো করায় দলে জায়গা পেয়েছেন বলে জানান গার্দিওলা।
এই জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে সিটি। ১২ ম্যাচে সমান ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিভারপুল। একই রাতে সাউদাম্পটনের মাঠে গোলশূন্য ড্র করে পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করে লিভারপুল।
ওদিকে লিগ চ্যাম্পিয়ন লেস্টারের তো শনির দশা কাটছেই না। মৌসুমে প্রতিপক্ষে মাঠে এখনো জয়শূন্য ক্লাদিও রেনিয়েরির দল। ওয়াটফোর্ডের মাঠে তাদের এদিনের হারটা ছিল ২-১ গোলে। পয়েন্ট তালিকাতে তাদের অবস্থান ১৪ নম্বরে!
মৌসুমের প্রথম হার বায়ার্নের
মৌসুমটা খুব বেশি ভালো কাটছিল না বরুশিয়া ডর্টমুন্ডের। তবে চিরপ্রতিদ্ব›দ্বীদের পেয়ে ঠিকই জ্বলে উঠল তারা। নিজেদের মাঠে পিয়েরে-এমেরিক আবেমেয়াংয়ের একমাত্র গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়েছে তারা। লিগ মৌসুমে বায়ার্নের প্রথম হার এটি। তার চেয়ে বড় চমক আগের রাতে উপহার দিয়েছে একেবারেই নতুন দল লিপজিং। বায়ার্নকে ঠেলে পয়েন্ট তালিকার শীর্ষ দল এখন তারাই। ১১ ম্যাচে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বায়ার্ন দ্বিতীয় ও ২১ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ড তৃতীয় অবস্থানে।
ডি মারিয়ায় পিএসজির রেকর্ড জয়
চোট পেয়ে মাঠ ছাড়ার আগে দলকে এগিয়ে দিয়ে যান আর্জেন্টাইন উইঙ্গার এঞ্জেল ডি মারিয়া। পরে জেসে রদ্রিগুয়েজের গোলে নঁতেকে ২-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে মোনাকো, পিএসজি ও নিসÑ তিন দলের সংগ্রহই সমান ২৯ পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে আপাতত শীর্ষে মোনাকো। এক ম্যাচ কম খেলে তৃতীয় অবস্থানে ‘ব্যাডবয়’ খ্যাত মারিও বালোতেল্লির দল নিস।
ছুটছে জুভেন্টাস
টানা ষষ্ঠ লিগ শিরোপার দিকে ভালোভাবেই এগুচ্ছে জুভেন্টাস। পরশু পেসকারার বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি করে গোল করেন সামির খেদিরা, মারিও মানজুকিচ ও হার্নানিস। তবে গোল ও জয়কে ছাপিয়ে এদিন আলোচনায় এসেছেন কিশোর স্ট্রাইকার মইস কিয়ান। ২০০০ সালে জন্ম নেয়া কোনো খেলোয়াড়ের এই প্রথম ইউরোপিয়ান শীর্ষ চার লিগের একটিতে অভিষেক হলো। নির্ধারিত সময়ের ৬ মিনিট আগে মানজুকিচের পরিবর্তে মাঠে নামেন ইতালি অ-১৭ দলের এই স্ট্রাইকার। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সবার ইপরে জুভরা। এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্ট পিছিয়ে তাদের পরেই রোমা। এদিন উদিনেসিকে ২-১ গোলে হারানো নাপোলি ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে। ১২ ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে তাদের আগে এসি মিলান।

লা লিগা
দিপোর্তিভো ২-৩ সেভিয়া
বার্সেলোনা ০-০ মালাগা
এইবার ১-০ সেল্টা ভিগো
অ্যাট.মাদ্রিদ ০-৩ রিয়াল মাদ্রিদ
প্রিমিয়ার লিগ
ক্রিস্টাল প্যালেস ১-২ ম্যান সিটি
এভারটন ১-১ সোয়ানসি
সাউদাম্পটন ০-০ বোর্নমাউথ
সান্ডারল্যান্ড ৩-০ হাল সিটি
ওয়াটফোর্ড ২-১ লেস্টার
টটেনহাম ৩-২ ওয়েস্ট হাম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ