Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূঞাপুরে বালু ঘাটে অভিযান সাড়ে ৪লাখ টাকা জরিমানা,ভেকু জব্দ

ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ৪:৪৯ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুর যমুনা নদী থেকে অবৈধ বাংলা ডেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে আ’লীগ নেতার বালু ঘাটে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২ জুন) সাড়ে ৪লাখ জরিমানাও ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আলাউল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভূঞাপুর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজুকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও তার ভেকু জব্দ করে।
এলাকাবাসী জানায়,দীর্ঘ দিন যাবৎ আ’লীগের কতিপয় নেতা কর্মী যমুনা নদী থেকে অবৈধ বাংলা ডেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। এ ব্যাপারে মৌখিক ও লিখিত ভাবে অভিযোগ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান জানান, অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ