Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রেমিট্যান্স কমেছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ১২:৩৭ পিএম

চলতি বছরের এপ্রিলের চেয়ে মে মাসে প্রায় ১২ কোটি ৫৫ লাখ ডলার কম রেমিট্যান্স এসেছে।

বুধবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, প্রবাসীরা মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার (ডলার প্রতি ৮৯ টাকা ধরলে ১৬ হাজার ৭৭৬ কোটি টাকার বেশি) রেমিট্যান্স পাঠিয়েছেন, যা এপ্রিল অপেক্ষা প্রায় ১২ কোটি ৫৫ লাখ ডলার কম। এ ছাড়া গত বছরের একই মাসের তুলনায় ২৮ কোটি ৫৭ লাখ ডলার কম এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৭০ কোটি ৪৬ লাখ ডলার, ফেব্রুয়ারি ১৪৯ কোটি ৪৪ লাখ ডলার, মার্চে ১৮৫ কোটি ৮৭ লাখ ডলার এবং এপ্রিলে আসে ২০১ কোটি ৮ লাখ ডলার। আলোচিত সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

উল্লেখ্য, গত বছরের মে মাসে ২১৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এরপর গত ১২ মাসের মধ্যে কোনো মাসেই দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসেনি।

 



 

Show all comments
  • খোরশেদ আলম ২ জুন, ২০২২, ১২:৫৯ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ সরকারের লুটপাট এর সুবিধা কমছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ