Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিকেলে মাঠে নামছে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ১২:৩৫ পিএম

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হবে।

ল্যাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ব্রাজিল নিজেদেরকে ঝালিয়ে নিতেই এশিয়ায় সফরে এসেছে। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে আজকের ম্যাচটি দারুণ কাজে আসতে পারে সেলেসাওদের। ২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের।

গত চার আসরের তিনটিতেই কোয়ার্টার ফাইনাল খেলেও শিরোপা স্বপ্ন পূরণ হয়নি তাদের। ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা দলটি এবার ঘরে তুলতে চায় ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি। এদিকে, সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ দিয়েছে ব্রাজিল শিবির। অনুশীলনে চোট পেয়েছেন দলটির সেরা তারকা নেইমার জুনিয়র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ