Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরিনহোকে ম্যারাডোনার ফোন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১১:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষ যখন আর্সেনাল ও আর্সেন ওয়েঙ্গার, তখন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোর মনে অন্যরকম এক উত্তেজনা কাজ করছিল। হুয়ান মাতার গোলের দল এগিয়ে যাওয়ার পর সেটা আরও বেড়ে যায়। গেলপরশু ঘরের মাঠে গানারদের বিপক্ষে ওই গোলে জয়ের স্বপ্ন দেখছিল ম্যানইউ। কিন্তু অলিভার জিরুদ সব মাটি করে দিলেন সমতাসূচক গোল করে। যেই ড্র’কে সংবাদ সম্মেলনে হারের সমান বলেছিলেন মরিনহো। একরাশ হতাশা চেপে বসেছিল তার মনে। কিন্তু হতাশা-বিষণœতা সব চলে গেল এক ফোন কলে, আর্সেনালের সঙ্গে ড্র’র পর মরিনহোকে ফোন করেছিলেন ডিয়াগো ম্যারাডোনা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের আলিঙ্গনে সিক্ত একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে ম্যানইউ কোচ লিখেছেন, ‘সেরা একটি পারফরম্যান্স করেও খারাপ ফলাফল, কিন্তু এরপর ডিয়াগোর (মারাদোনা) কাছ থেকে ফোন কল পেলাম আমি; ধন্যবাদ বন্ধু। তোমার, আমার পরিবার, অন্য বন্ধু, আমার খেলোয়াড় ও ইউনাইটেডের চমৎকার সমর্থকদের সমর্থন নিয়ে সোমবার (আজ) আমি আবারও প্রস্তুত থাকব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ