Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাঙ্গুলির পদত্যাগ গুঞ্জন!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ১২:০০ এএম

মিনিট দশেকের মধ্যে দুই খবর, দুটি পুরো ১৮০ ডিগ্রি বিপরীত! ভারতীয় ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকার গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায়ই জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন সৌরভ গাঙ্গুলী। কিন্তু ভারতের আরও দুই সংবাদমাধ্যম টাইমস নাউ ও এএনআই নিউজ কিছুক্ষণ পরই বিসিসিআই সচিব জয় শাহকে উদ্ধৃত করে লিখেছে, ‘গাঙ্গুলি পদত্যাগ করেননি।’
হঠাৎ করে সৌরভের পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় কিংবদন্তির পোস্টের পর। সৌরভের সেই পোস্টে যে বিদায়ের সুর, ‘২০২২ সাল দিয়ে আমার ক্রিকেটে ১৯৯২ সাল থেকে শুরু যাত্রার ৩০ বছর পূর্ণ হচ্ছে। তখন থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে গুরুত্বপ‚র্ণ ব্যাপার, এটি আমাকে আপনাদের সবার সমর্থন এনে দিয়েছে। এই সফরে যাঁরা অংশীদার ছিলেন, আমাকে সমর্থন করেছেন, আজ আমি যে অবস্থানে সেখানে পৌঁছাতে সাহায্য করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই।’ বিদায়ের পর পোস্টে নতুন কিছু শুরুর ঘোষণাও থাকল। তবে নতুন কিছুটা কী, সেটি পরিষ্কার করেননি গাঙ্গুলি, ‘এখন আমি নতুন কিছু শুরু করতে চাইছি, যেটি অনেক মানুষকে সাহায্য করবে। আশা করি জীবনের এই নতুন পথচলায়ও আপনাদের সবার সমর্থন পেতে থাকব।’
২০১৯ সালের অক্টোবরে বিসিসিআইয়ের সভাপতি হয়েছিলেন গাঙ্গুলি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ