Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারণ জানলে অবাক হবেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ১২:০০ এএম

ডিজিটাল যুগে সময় বদলেছে। এখন শোকেরও সময় পায় না মানুষ। শোক কাটানোর আগেই কাজে লেগে পড়তে হয়। আধুনিক জীবনে সবাই ভীষণ ব্যস্ত। তারপরও ভারতের কর্ণাটক রাজ্যের একটি ঘটনা বড়ই বেমানান। মায়ের মৃত্যুশোকে কাতর কেউ কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি নদীতে ভাসিয়ে দিতে পারে!
কর্ণাটকের শ্রীরাঙ্গাপাটনায় ক’দিন আগে কাবেরী নদীর পানিতে একটি লাল রঙের গাড়িকে ভাসতে দেখেন স্থানীয়রা। কাছাকাছি গিয়ে তারা দেখতে পান পানিতে ভাসছে দামি গাড়ি বিএমডব্লিউ এক্স৬। গাড়িটির দাম কমপক্ষে দেড় কোটি টাকা হবে। কিন্তু এমন গাড়ি নদীতে ভাসছে কেন? তাহলে কি দুর্ঘটনা?

পুলিশ খবর পেয়ে নদী থেকে তোলে গাড়িটি। গাড়ির ভেতরে নিহত বা আহত কারও খোঁজ মেলেনি। এমনকী তাতে দুর্ঘটনারও কোনও চিহ্ন নেই। স্থানীয়রাও কোনও দুর্ঘটনার কথা বলতে পারেননি। তাহলে? এর পরেই খোঁজ পড়ে গাড়ির মালিকের।

কর্ণাটক পরিবহণ দফতর থেকে তথ্য নিয়ে পুলিশ জানতে পারে ওই গাড়িটি বেঙ্গালুরুর মহালক্ষ্মী লেআউটের বসবাসকারী এক ব্যক্তির। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তিনি সাড়া দেননি। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, মায়ের মৃত্যু শোক সহ্য করতে না পেরে ওই ব্যক্তি গাড়িটি নদীতে ফেলে দেন।
পরিবারের সদস্যদের বক্তব্যের পর পুলিশ ওই ব্যক্তিকে আর বিরক্ত করেনি। আর পুলিশ গাড়িটি ফিরিয়ে দিয়েছে ওই ব্যক্তির বেঙ্গালুরুর বাড়িতে। সূত্র : ট্রিবিউন ইন্ডিয়া, ফ্লিপবোর্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ