নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
হিরো এশিয়া কাপ হকি টুর্নামেন্টের পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে হেরে টুর্নামেন্টে ষষ্ঠস্থান পেয়েছে বাংলাদেশ। বুধবার দুপুরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জিবিকে হকি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজদের। প্রথমার্ধে পাকিস্তান ২-০ গোলে এগিয়েছিল। এই জয়ে সাবেক চ্যাম্পিয়নরা পঞ্চম হয়ে এশিয়া কাপ মিশন শেষ করলো। অন্যদিকে বরাবরের মতো ষষ্ঠ হয়েই ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
বুধবার ম্যাচের প্রথম দুই কোয়ার্টারে পাকিস্তানকে মাত্র ২ গোলে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ। তবে ম্যাচ যতই গড়িয়েছে পাকিস্তানও ততো আগ্রাসী হয়ে গোলের পর গোল করেছে। দ্বিতীয়ার্ধে তারা করেছে আরও ৬ গোল। ১১ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোলের সূচনা করেন পাকিস্তানের রিজওয়ান আলী (১-০)। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে আল মুবাসসরের গোলে স্কোরলাইন হয় ২-০। তৃতীয় কোয়ার্টারে পাকিস্তান আরও ৩ গোল আদায় করে নেয়। বাংলাদেশ শেষ কোয়ার্টারে গোলের চেষ্টা করে ব্যর্থ হয়। উল্টো এই কোয়ার্টারে বাংলাদেশ ৩ গোল হজম করে ০-৮ ব্যবধানে বড় হার নিয়ে মাঠ ছাড়ে। ৩২ মিনিটে পিসি থেকে গোল করেন মোবাশ্বর আলী (৩-০)। ৩৯ মিনিটে আফরাজ ফিল্ড গোল করলে পাকিস্তান এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ম্যাচের ৪২ মিনিটে আবদুল শহীদের ফিল্ড গোলে পাকিস্তান ব্যবধান আরও বাড়ায় (৫-০)। এই ব্যবধানে এগিয়ে থেকে পাকিস্তানীরা বড় জয়ের ইঙ্গিত দেয়। শেষ পর্যন্ত তারা তা আদায় করেই মাঠ ছাড়ে। শেষ কোয়ার্টারের শুরুতে ম্যাচের ৪৮ মিনিটে ষষ্ঠ গোলের দেখা পায় বিজয়ীরা। এসময় অধিনায়ক উমর ভুট্টো ফিল্ড গোল করেন (৬-০)। ৫৩ মিনিটে এজাজ আহমেদের ফিল্ড গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৭-০ তে। আর ম্যাচের শেষ মিনিটে গজনফর আলী ফিল্ড গোল করে পাকিস্তানের বড় জয় নিশ্চিত করেন (৮-০)। এই টুর্নামেন্টে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের হার। এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশের সবচেয়ে বড় হার ছিল মালয়েশিয়ার বিপক্ষে ৮-১ গোলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।