Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় বাজেটে মাদরাসা শিক্ষার উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিন - ইসলামী ঐক্যজোট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ৮:৩৩ পিএম

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি সুপ্রীম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকিব আজ বুধবার এক বিবৃতিতে বলেন, আসন্ন জাতীয় বাজেটে মাদরাসা শিক্ষার উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিন।

তিনি বলেন, বর্তমানে দেশে ইসলাম ও দেশের স্বাধীনতা বিরোধী শক্তি ১১৬ জন আলেম এবং ১ হাজার মাদরাসার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কথিত গণকমিশনের বিতর্কিত শ্বেতপত্রের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, দেশের মাদরাসাগুলো আদর্শ মানুষ তৈরি করছে।

মাদরাসার ছাত্র শিক্ষকরা দেশের জন্য কোনো বোঝা নয়। মাদরাসা শিক্ষার উন্নয়নে এবং আদর্শ নাগরিক গড়ার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পুর্নবাসনে প্রচুর অর্থের প্রয়োজন। তিনি জাতীয় বাজেটে মাদরাসা শিক্ষার উন্নয়নের স্বার্থে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জোর দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ