Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ

মহারাষ্ট্রে তিন মাসে সর্বোচ্চ সংক্রমণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ১২:০৭ এএম

বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম হয়ে উঠেছে মাঙ্কিপক্স। তবে তার মধ্যেও কমেনি করোনার দাপট। ভারতে আপাতত মাঙ্কিপক্স থাবা বসাতে পারেনি ঠিকই, তবে কাটেনি কোভিডের প্রকোপ। গত ২৪ ঘণ্টাতেই যেমন বেড়েছে আক্রান্তের সংখ্যা। অন্যান্য রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্রের কোভিড গ্রাফ। বুধবার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৫ জন। যা গতকালের তুলনায় খানিকটা বেশি। দেশের দৈনিক পজিটিভিটি রেট ০.৬০ শতাংশ। মহারাষ্ট্রে এক দিনে আক্রান্ত হয়েছেন ৭১১ জন। মুম্বাইয়ে একলাফে ২৩১ শতাংশ বেড়েছে হাসপাতালে ভর্তির হার। তবে কি ফের লকডাউনের পথে হাঁটবে মহারাষ্ট্র সরকার। নতুন করে মাথাচাড়া দিচ্ছে প্রশ্নটা। যদিও সরকারের তরফে এখনো এমন কোনো ইঙ্গিত দেয়া হয়নি। এদিকে রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, ভারতে এক দিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। দেশে এখনো পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৬৩৬। ২৪ ঘণ্টায় ফের বাড়ল সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৩৮৬। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.০৪ শতাংশ। তবে হাসপাতালে ভরতির পরিমাণ আগের তুলনায় অনেকটাই কম। স্বস্তিজনক সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লাখ ১৭ হাজার ৮১০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ২৩৬ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য জানাচ্ছে, এখনো পর্যন্ত দেশে ১৯৩ কোটি ৫৭ লাখের বেশি ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ভ্যাকসিন পেয়েছেন ১০ লাখের বেশি। জোর দেয়া হচ্ছে বুস্টার ডোজেও। বিধিনিষেধ উঠে গেলেও কোনোভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লাখ ৫৫ হাজার ৩১৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ