Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাম্পাসে নামাজ পড়ায় এক মাসের ছুটিতে পাঠানো হল অধ্যাপককে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ৭:৪৩ পিএম

এবার কলেজ চত্বরে এক অধ্যাপকের নামাজ পড়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ভারতে। ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড়ের একটি কলেজের।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে, ‘অভিযুক্ত’ অধ্যাপক কলেজের মাঠে নামাজ পড়ছেন। এই ঘটনায় হিন্দুত্ববাদী যুব সংগঠন অধ্যাপকের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছে। তাদের অভিযোগ, শিক্ষাঙ্গনের শান্তিভঙ্গের চেষ্টা করেছেন ওই অধ্যাপক। বিতর্ক সামাল দিতে আপাতত অধ্যাপককে ছুটিতে পাঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই ঘটনায় স্থানীয় থানাতেও অভিযোগ দায়ের হয়েছে।

ঘটনাটি ঘটে আলিগড়ের শ্রী ভার্শনে কলেজে। ‘অভিযুক্ত’ অধ্যাপকের নাম এসআর খালিদ। ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, অধ্যাপক খালিদ কলেজ ক্যাম্পাসের উদ্যানে নামাজ পড়ছেন। এরপরই হিন্দুত্ববাদী যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা অধ্যাপকের শাস্তির দাবি তোলে। তাদের বক্তব্য, কলেজে ধর্মীয় আচার পালনের জায়গা না। এখানে নামাজ পড়ে শিক্ষালয়ের শান্তিপূর্ণ আবহাওয়া নষ্ট করার চেষ্টা করেছেন ওই অধ্যাপক।

কলেজের মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় জনতা যুব মোর্চার অভিযোগের পরেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আপাতত এক মাসের ছুটিতে পাঠানো হয়েছে ওই অধ্যাপক এসআর খালিদকে। এদিকে এই ঘটনায় কুয়ার্সি থানায় একটি অভিযোগও দায়ের হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, কলেজ কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। শ্রী ভার্শনে কলেজের ছাত্র নেতা দীপক শর্মার বক্তব্য, ‘কলেজে ক্যাম্পাসে নামাজ পড়ে শান্তিপূর্ণ আবহাওয়া নষ্ট করার চেষ্টা করেছেন অধ্যাপক।এই ধরনের কাজ মেনে নেয়া হবে না।’

প্রসঙ্গত, গত মার্চ মাসে মধ্যপ্রদেশের একটি কলেজে হিজাব পরে নামাজ পড়া নিয়ে বিতর্ক হয়। একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল, হরিসিং গৌর সাগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী শ্রেণিকক্ষেই হিজাব পরে নামাজ পড়ছেন। এই ঘটনায় ওই মুসলিম ছাত্রীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় হিন্দুত্ববাদীরা। তাদের বক্তব্য ছিল, শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় আচরণের জায়গা নয়, ছাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ