গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে কথিত গণকমিশনের বানোয়াট শ্বেতপত্র এবং ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওলামা সম্মেলনের অনুমতি না দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস প্রিন্সিপাল মুফতী বাকিবিল্লাহ, মুফতী ওমর ফারুক যুক্তিবাদী ও হাফেজ মাওলানা নাযীর আহমাদ শিবলী।
আজ বুধবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, আগামীকালের ওলামা সম্মেলনের অনুমতি না দিয়ে সরকার অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে। ওলামা সম্মেলন করতে না দিয়ে নাস্তিক মুরতাদদের আইনী সহায়তা করছে সরকার। ইনডোর প্রোগ্রামেও বাধা মেনে নেয়া যায় না। ওলামা সম্মেলন কোন সরকার পতনের আন্দোলন ছিল না। এটা ওলামাদের একটা কর্মসূচি ছিল, গণকমিশনের বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন গণকমিশনের আইনী ভিত্তি নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।