Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন নিয়োগপ্রাপ্ত রুয়েট শিক্ষকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ১:৪২ পিএম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জুন) সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের ২১৭ নং কক্ষে আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল) এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।
এসময় রুয়েট আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল গোফফার খানের সাভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন ।
আইকিউএসি সেকশন অফিসার প্রকৌশলী তাসনুভা হুমায়রার সঞ্চালনায় অনুষ্ঠানে সুভেচ্ছা বক্তব্য রাখেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক , সিএফপিই বিভাগীয় প্রধান ড. মো. নূরুর রহমান।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় নতুন নিয়োগপ্রাপ্ত রুয়েটের ৩৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ