Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিথুয়ানিয়ার ভেতর ‘স্বাধীন’ দেশ উজুপিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ৯:২৪ পিএম

বাল্টিক দেশ লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়ুসের মধ্যে এক বর্গকিলোমিটারেরও ছোট আয়তনের ‘স্বাধীন' দেশ উজুপিস৷ সেখানে প্রায় সাত হাজার মানুষ বাস করেন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে উজুপিসে ইহুদিরা বাস করতেন৷ যুদ্ধের পর সেখানকার ফাঁকা ভবনগুলো পতিতালয় হিসেবে ব্যবহৃত হত৷ ভাড়া কম হওয়ায় পরবর্তীতে সেখানে শিল্পীরা থাকা শুরু করেছিলেন৷

১৯৯৭ সালের এপ্রিল ফুলস ডে'তে স্থানীয় ফটোগ্রাফার সাউলিয়ুস পক্সটিস ও উজুপিসের বর্তমান প্রেসিডেন্ট চলচ্চিত্র নির্মাতা রোমান লিলাইকিস উজুপিসের স্বাধীনতা ঘোষণা করেন৷ তারা বলেছিলেন, তারা এমন একটি জায়গা চান যেখানে মানুষ সামাজিক রীতিনীতির পরোয়া না করে নিজেদের মতো থাকতে পারবেন৷

উজুপিসের নিজস্ব প্রেসিডেন্ট ছাড়াও একটি সংবিধান (যা ৫০টি ভাষায় অনূদিত হয়েছে), মুদ্রা ও চার মৌসুমের জন্য চারটি জাতীয় পতাকা আছে৷

শুরুতে লিথুয়ানিয়ার সরকার উজুপিসের স্বাধীনতা ঘোষণার প্রতি বিরূপ মনোভাব দেখালেও এখন মেনে নিয়েছে৷ বিদেশি কোনো সরকার উজুপিসকে স্বাধীন দেশ বলে স্বীকৃতি দেয়নি৷

একসময় ভাড়া কমের জন্য শিল্পীরা উজুপিসে গেলেও এখন ভিলনিয়ুসের দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল এলাকা হচ্ছে উজুপিস৷ কারণ সেখানে ডিজাইনার বুটিক শপ, ট্রেন্ডি ক্যাফে গড়ে উঠেছে৷ আরও আছে অদ্ভুত সব শিল্পকর্মে সমৃদ্ধ অলিগলি৷

এছাড়া বাল্টিক দেশগুলোর মধ্যে উজুপিসেই প্রথম আর্ট ইনকিউবেটর গড়ে তোলা হয়েছে৷ সারা বিশ্ব থেকে যাওয়া শিল্পীরা সেখানে পরীক্ষামূলক শিল্পকর্ম নিয়ে কাজ করেন৷

উজুপিসে ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো সময় এপ্রিল ফুলস ডে, যেদিন ‘স্বাধীনতা' ঘোষণা করা হয়েছিল৷ ঐ দিন সীমান্তে বিশেষ নিরাপত্তা প্রহরী থাকেন যারা দর্শনার্থীদের পাসপোর্টে সিল মেরে থাকেন৷ পানির ফোয়ারা থেকে বিয়ার পড়তে থাকে৷ এছাড়া ঐ সময় আর্ট ও সংগীতের বিভিন্ন ইভেন্টের আয়োজনও হয়ে থাকে৷ সূত্র: ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ