মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে আবারও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টোনি ব্লিনকেনের চীন নীতি বিষয়ক মন্তব্যের নিন্দা করেছেন।
চীনা মুখপাত্র বলেন, ব্লিনকেন তার বক্তৃতায় চীনের সিনচিয়াং, তিব্বত ও হংকং ইস্যুতে মিথ্যাচার করেছেন। চীন বার বার বাস্তবতার মাধ্যমে তা মিথ্যা প্রমাণ করেছে। তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির ৭০ বছরে সমৃদ্ধ অর্থনীতি, সুষম সমাজ, ধর্মীয় কাজের উন্নয়ন সুষ্ঠু হয়েছে।
তিনি বলেন, চীনের ওপর দোষারোপ করাই যুক্তরাষ্ট্রের অপরাধ। হংকংয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা আইন চালু হওয়ার পর সমাজের শৃঙ্খলা ও নিরাপত্তা পুনরুদ্ধার হয়েছে।
চীনা মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থকে সম্মান করে তথাকথিত মানবাধিকারের বিষয়ে চীনের ভেতরে হস্তক্ষেপ বন্ধ করা। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।