Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে হিন্দু শিক্ষিকাকে গুলি করে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ১২:০৭ এএম

ভারতের দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার গোপালপোরা এলাকায় গুলিতে মৃত্যু হয়েছে এক হিন্দু শিক্ষিকার। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার গোপালপরা এলাকায় এ হত্যাকাÐ ঘটে। ভারতের সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই নারী জম্মু ডিভিশনের সাম্বা এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় ছিলেন এক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। গুলি চলার খবর পেতেই দ্রæত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বলেছেন, ‘খুবই দুঃখজনক। নিরস্ত্র সাধারণ নাগরিকদের আক্রমণের তালিকায় আরো একটি নিশানা করে খুন। সরকার বলেছিল, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্রাম নেবে না তারা। এই আশ্বাসের মতো ফাঁপা লাগবে নিন্দা এবং সমবেদনার শব্দগুলো।’ এই মাসের ১২ তারিখেই রাহুল ভাট নামে এক কাশ্মীরী পÐিতের হত্যায় তুমুল উত্তেজনা ছড়িয়েছিল কাশ্মীরে। হত্যাকাÐের প্রতিবাদ জানাতে গেলে জনতার ওপর লাঠিচার্জ করে কাশ্মীর পুলিশ। তা নিয়ে বিতর্কও কম হয়নি। এদিকে হিন্দু শিক্ষিকা হত্যার নিন্দা করেছেন মেহবুবা মুফতি। নাগাড়ে নিরস্ত্র নাগরিক হত্যায় সরকারের নিন্দা করেছেন তিনি। সংবাদ প্রতিদিন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ