Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাদে স্বর্ণখনিতে সংঘর্ষে নিহত ১শ’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ১২:০৭ এএম

আফ্রিকার দেশ শাদের উত্তরাঞ্চলে স্বর্ণখনি শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ১০০ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউদ ইয়ায়া ব্রাহিম এ তথ্য জানান। তিনি বলেন, ২৩ মে লিবিয়া সীমান্তের কাছে কৌরি বোগৌদিতে সহিংসতা শুরু হয়। দুই ব্যক্তির মধ্যে ঝগড়া থেকে এ ঘটনার সূত্রপাত, পরবর্তীতে পরিস্থিতির অবনতি ঘটে। এতে প্রায় ১০০ জন নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। রাজধানী এনজামেনা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দূরে মধ্য সাহারার তিবেস্তি পর্বতমালায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ১০ বছর আগে সেখানে সোনার খনি আবিষ্কার হলে চাদ এবং প্রতিবেশী দেশগুলো থেকে খনিশ্রমিকরা ভিড় জমাতে থাকেন এবং প্রায়ই তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ইয়ায়া ব্রাহিম বলেন, সর্বশেষ সংঘর্ষ মৌরিতানিয়ান ও লিবিয়ানদের মধ্যে সংঘটিত হয়েছে। ওই এলাকা থেকে ফোনে বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, আইনশৃংখলা পুনরুদ্ধারে সহায়তা করার জন্য একটি বিশাল সামরিক বাহিনীর বহর পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এই অঞ্চলে সোনার খনিশ্রমিকদের মধ্যে সহিংসতা এবারই প্রথম নয়। আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৌরিতে সব স্বর্ণখনি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ১৯৬০ সালে মধ্য পশ্চিম আফ্রিকার দেশ চাদ ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর থেকে তিবেস্তি অঞ্চলটি জাতিগত সমস্যা এবং বিদ্রোহ লালনপালন করার জন্য কুখ্যাত। এএফপি, এনডিটিভি, ভিওএ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ