Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চালের দাম বাড়াতে থাই-ভিয়েত যোগসাজশ সফল হবে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ১২:০৭ এএম

বিশ্ববাজারে চালের দাম বাড়াতে হাত মেলাচ্ছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। এ বিষয়ে একটি চুক্তির জন্য দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ দুটির এই যোগসাজশ সফল হবে না বলে মন্তব্য করেছেন শিল্প সংশ্লিষ্টরা। থাই সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম চাল উৎপাদকের (থাইল্যান্ড ও ভিয়েতনাম) মধ্যে একটি চুক্তির বিষয়ে আলোচনা চলছে। জোটবদ্ধ হয়ে চালের দাম ও বিশ্বের সাথে দেশ দুটির দর কষাকষির ক্ষমতা বাড়ানোই এর উদ্দেশ্য। শুক্রবার ব্যাংককে থাইল্যান্ড ও ভিয়েতনামের উচ্চপদস্থ কৃষি কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকে এ নিয়ে কথা হয়েছে। অবশ্য ভিয়েতনাম সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। থাইল্যান্ডের চাল রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাম্মানিক সভাপতি চোকিয়াত ওফাসওংসে বলেছেন, এ ধরনের চুক্তির বিষয়ে তাদের সাথে কোনো পরামর্শ করেনি থাই সরকার। আর এই পরিকল্পনাও খুব একটা যুক্তিযুক্ত নয়। তিনি বলেন, থাইল্যান্ড-ভিয়েতনাম চালের বৃহত্তম রপ্তানিকারক নয়। দুই দেশ একত্রিত হওয়ার পরেও (বৈশ্বিক রপ্তানিতে) তাদের অংশ ভারতের চেয়ে কম। ফলে (চালের দাম বাড়ালে) ক্রেতারা অন্যদের দিকে ঝুঁকবে। তাছাড়া, দাম বাড়ার অপেক্ষায় চাল বেশি দিন সংরক্ষণও করা যায় না। থাই এ ব্যবসায়ী নেতার কথায়, রাজনীতিবিদরা চালের বাজার বোঝেন না এবং এ নিয়ে অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করা হয়নি। প্রায় একই কথা বলেছেন ভিয়েতনামের ফুড অ্যাসোসিয়েশনের প্রধান নগুয়েন নগোক নামও। তার মতে, বিশ্বব্যাপী খাদ্য অনিশ্চয়তার মধ্যে চালের দাম বাড়ানো হবে একেবারেই অযৌক্তিক। নগুয়েন জানিয়েছেন, আগামী জুনে থাই খাদ্য কর্তৃপক্ষের সাথে বৈঠক করবেন তারা। তবে তাদের লক্ষ্য, চালের উৎপাদন বাড়ানো, মূল্য নিয়ন্ত্রণ নয়। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ