মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আকস্মিক ঝড় ও ভারি বৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লির বিভিন্ন এলাকা। সোমবার বিকেলে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে আঘাত হানে এই ঝড়। বাড়ি ধসে, গাছ ভেঙে দুজন মারা গেছেন। মঙ্গলবার সকালে জানায়, সোমবার রাতে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিপর্যস্ত দিল্লির একাধিক এলাকা। প্রায় একশ গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। ঝড় প্রাণ গেছে দুজনের। সোমবার সন্ধ্যার পর পর হঠাৎ ঝড় শুরু হয়। নতুনদিল্লি এবং মধ্য দিল্লিতে রাস্তায় আছড়ে পড়ে অনেক গাছ। গাছ চাপা পড়ে পার্কিং লটে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। একাধিক বাড়ির টিনের ছাদ উড়ে গেছে। স্থানীয় প্রশাসন জানায়, ছোট বড় মিলিয়ে প্রায় ৮০টি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ে ক্ষতি হয়েছে নতুনদিল্লি এবং মধ্য দিল্লির। দুই ঘণ্টা ধরে তাÐব চালায় ঝড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানায়, দিল্লিতে প্রাক বর্ষায় এমন ঝড় তিন-চার বছর পর পর দেখা যায়। এর আগে ২০১৮ সালের ১৩ মে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিধ্বস্ত হয়েছিলেন দিল্লিবাসী। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।