Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ১২:১৩ এএম

৬ শিশু সন্তানকে
পারিবারিক কলহের জেরে নিজের ৬ জন শিশু সন্তানকে ক‚পে ফেলে হত্যার অভিযাগ উঠেছে মায়ের বিরুদ্ধে। ভারতের মহারাষ্ট্রের রাইগাড জেলায় সোমবার বিকেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবরে বলা হয়, এই মর্মান্তিক ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের মাহাদ তালুকার খারাভালি গ্রামে। নিহতদের মধ্যে পাঁচজন মেয়ে। ছোট সন্তানের বয়স ১৮ মাস এবং সবার বড়জনের বয়স ১০ বছর। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধ‚কে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই মারধর করতো। সোমবার বিকেলে আবারও মারধরের শিকার হন ৩০ বছর বয়সী ওই মা। এনডিটিভি।


অস্ত্রবিরতিতে সম্মত
অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান সরকার এবং জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি)। এই অস্ত্রবিরতি অনির্দিষ্ট সময় পর্যন্ত চলবে এবং এর পাশাপাশি উভয় পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। আফগান সীমান্তবর্তী এলাকায় দুই দশক ধরে টিটিপি যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে, তা স্থায়ীভাবে বন্ধে দরকষাকষি চলবে। খবরে জানানো হয়, এর আগেও পাক সরকারের সাথে অস্ত্রবিরতি চুক্তি করেছিল টিটিপি। তবে এ সপ্তাহেই তার মেয়াদ শেষ হয়। সেই প্রেক্ষিতেই আবারও দুই পক্ষ আলোচনায় বসে এবং নতুন চুক্তিতে সম্মত হয়। ডন।


একই পরিবারের ৬
ভারতের উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয় সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের বারিল্লি জেলায় এ দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় মারা যাওয়া একই পরিবারের ছয় সদস্য হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। প্রথমে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগে, এর পর ট্রাকের সাথে সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সে থাকা সাতজন ঘটনাস্থলেই মারা যান। এনডিটিভি।

ইরানে নিহত ৩৪
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত সপ্তাহের একটি টাওয়ার বøক ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় জরুরি বিভাগের কর্মীরা ধ্বংসস্তুপের ভিতরে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। ইরানের আবাদান নগরীতে একটি ব্যস্ত রাস্তার পাশে নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট মেট্রোপল ভবনের বিশাল অংশ গত ২৩ মে ধসে পড়ে। এটি ছিল সা¤প্রতিক বছরগুলোতে দেশটিতে ঘটা ভয়াবহ দুর্যোগগুলোর অন্যতম। ইরনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ