Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাবির নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ৬:৪৪ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ হবিবুর রহমান হলের সামনে নির্মাণাধীন একাডেমিক ভবনে ওয়েল্ডিং এর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর।

বিদ্যুৎস্পৃষ্ঠে নিহত ব্যক্তির নাম সাগর হোসেন (২২)। সে নেত্রকোনা জেলার আদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে ।

ছাত্র উপদেষ্টা বলেন, ওয়েল্ডিংয়ের কাজ করার সময় দুপুর ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। পরে কর্তব্যরত চিকিৎশসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ এখনো মেডিকেল কলেজ হাসপাতালে আছে বলেন জানান তিনি।

তিনি আরো বলেন, সার্বিক বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে টিম পাঠানো হয়েছে।##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিকের মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ