Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপে আইএসের হামলার আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১০:২০ পিএম

ইউরোপে আইএসের বড় ধরনের হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন একজন ডাচ বিশেষজ্ঞ। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে নেদারল্যান্ডসের সন্ত্রাসবিরোধী সমন্বয়কারী ডিক স্কুফ নামে ডাচ বিশেষজ্ঞ জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সরকারি বাহিনীর অভিযানের মুখে বেশ কিছু সংখ্যক আইএস জিহাদি ইউরোপীয় কয়েকটি দেশে ঢুকে পড়েছে। এদের সংখ্যা ৬০ থেকে ৮০ হতে পারে বলে তার ধারণা। গত শুক্রবার এক সাক্ষাৎকারে ডিক তার এ দাবির কথা জানান।  তিনি আরো বলেন, কিছু সংখ্যক লোক ভ্রমণ করতে গিয়ে দেশটিতে অবস্থান করে। তবে তাদের মধ্যে কিছু লোক সন্ত্রাসবাদী যোদ্ধা, যাদের দ্বারা দেশটি সম্ভাব্য হুমকির মুখোমুখি হতে পারে। ডিক স্কুফ আরো জানান, সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে হতে জঙ্গিরা বিতাড়িত হয়ে নেদারল্যান্ডসে আশ্রয় নেয়। তিনি বলেন, সিরিয়া এবং ইরাক থেকে যেসব শরণার্থী আশ্রয় নিতে আসে পরবর্তীতে তাদের কয়েকজন জঙ্গি হামলায় অংশ নিতে পারে এমন আশঙ্কা রয়েছে। নিউ ইয়র্কে বিদেশি সন্ত্রাসী যোদ্ধাদের ফিরে যাওয়া প্রসঙ্গে একটি গোলটেবিল বৈঠকে সাক্ষাৎকারে এসব কথা বলেন ডাচ বিশেষজ্ঞ ডিক স্কুফ। তিনি বলেন, সিরিয়া এবং ইরাক থেকে আসা সেসব যোদ্ধাকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক শিক্ষা ও মানবিক সাহায্যের প্রদান প্রয়োজন বলে মনে করেন তিনি। তিনি জোর দিয়ে বলেন, গণতান্ত্রবিরোধী আচরণ নেদারল্যান্ডস সহ্য করবে না এবং তাদেরকে দেশে প্রবেশের ভিসা দিতে অস্বীকার
 করা। ডয়েচে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ