Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছবি তুলে ৫০ হাজার, ভিডিও করে জিতে নিন ১ লাখ টাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ৫:৫০ পিএম

চিরায়ত বাংলাদেশের রূপ খুঁজে পেতে আলোকচিত্র (ফটোগ্রাফ) ও ভিডিওচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। দেশের পেশাদার ও শৌখিন আলোকচিত্রীরা এতে অংশ নিতে পারবেন। ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ১০ জুন পর্যন্ত আগ্রহী ব্যক্তিরা নিজেদের তোলা ছবি ও ভিডিও জমা দিতে পারবেন।

 

প্রত্যেকে দেশের পুরাকীর্তি ও স্থাপত্য, প্রকৃতি ও ল্যান্ডস্কেপস, ওয়াইল্ডলাইফ, মানুষ ও মানুষের জীবনযাপন, খাবার, ইতিহাস ও ঐতিহ্য এবং সংস্কৃতি ও উৎসব নিয়ে সর্বোচ্চ চারটি করে সাতটি বিষয়ের ওপর আলোকচিত্র ও ভিডিওচিত্র পাঠাতে পারবেন। কী ধরনের ছবি ও ভিডিও পাঠাতে হবে সে বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মুঠোফোনে তোলা কোনো ছবি প্রতিযোগিতায় বিবেচনা করা হবে না। ছবির আকারের (সাইজ) বিষয়ে বলা হয়, প্রতিটি ছবির অনুভূমিক আকার হতে হবে ন্যূনতম তিন হাজার পিক্সেল, লম্বা হতে হবে দুই হাজার পিক্সেল।

 

অন্যদিকে, ভিডিওচিত্রের দৈর্ঘ্য হতে হবে ন্যূনতম এক মিনিট এবং সর্বোচ্চ পাঁচ মিনিট। এক বছর আগের কোনো ভিডিও প্রতিযোগিতার জন্য বিবেচ্য হবে না। ছবি ও ভিডিও পাঠাতে হবে গুগল ড্রাইভে। সেই সঙ্গে প্রতিযোগীর নাম, ঠিকানা, ই-মেইল অ্যাড্রেস, বয়স ও মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে। এ প্রতিযোগিতা সম্পর্কে ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক (বিপণন ও ব্র্যান্ডিং) মহিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জুনের শেষ নাগাদ বিজয়ীদের নাম ঘোষণা করা হতে পারে। প্রতিযোগিতার প্রতিটি বিভাগে (আলোকচিত্র ও ভিডিওচিত্র) তিনজন করে বিজয়ী নির্বাচন করা হবে।

তিনি আরও বলেন, সেরা তিন ছবির জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে দেওয়া হবে যথাক্রমে ৫০ হাজার, ৪০ হাজার ও ৩০ হাজার টাকার অর্থ পুরস্কার। ভিডিওরক্ষেত্রে এই অর্থমূল্য হবে ১ লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা। এছাড়া আরও কিছু বিশেষ পুরস্কার দেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। সেক্ষেত্রে নির্বাচিত প্রতিটি ছবির জন্য ১০ হাজার ও ভিডিওর জন্য ২০ হাজার টাকা সম্মানী দেবে বলে জানান মহিবুল ইসলাম।

আলোকচিত্র পাঠানোর ই-মেইল: [email protected]

ভিডিও পাঠানোর ই-মেইল: [email protected]

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ