Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় বাহিনীর গোলায় চার পাকিস্তানি নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১০:১৭ পিএম

কাশ্মিরের তথাকথিত নিয়ন্ত্রণ রেখার ভারতীয় অংশ থেকে নিক্ষিপ্ত গোলায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে তিন বালিকা ও এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অপর এক বালিকাসহ আরো তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি দৈনিক ডন। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, আজাদ কাশ্মিরের দক্ষিণাঞ্চলীয় কোটলি জেলার চারহোই তেহশিলের কেরি সেক্টরে গত শনিবার ঘটনাটি ঘটেছে। ওই এলাকার অতিরিক্ত কমিশনার রাজা আরিফ মোহম্মদ জানিয়েছেন, সকাল ৯টা ৪৫ মিনিট থেকে গোলাবর্ষণ শুরু করে ভারতীয় বাহিনী। থেমে থেমে ব্যাপক গোলাবর্ষণ করা হচ্ছে। ভারতীয়রা প্রায়ই এখানে হামলা চালাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সবজকোট গ্রামের একটি বাড়িতে আঘাত করা একটি গোলায় এক কিশোর, তার ছোট দুই বোন ও এক চাচাত বোন নিহত হন। নিহতরা হলেন, শেহজাদ (১৮), ফাইজা (১০), শাহনাজ (১২) ও আরিবা (৫) বলে জানিয়েছেন। শেহজাদের ভাই মাহমুদ (২৪) এবং আরিবার বড়বোন ইকরাকে (১২) সঙ্কটজনক অবস্থায় স্থানীয় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আরিফ মোহম্মদ। দক্ষিণাঞ্চলীয় অপর জেলা ভিমবারের কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকার সামাহনি এবং বারনালা তেহশিলের গ্রামগুলোতেও গোলাবর্ষণ করা হচ্ছে। সামাহনি থানার একটি পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই দিন সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রচ- গোলাবর্ষণ করা হয়, এতে বারোহ গ্রামের এক নারী আহত হন। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ