Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের ছত্তিশগড়ে পুলিশের সঙ্গে মাওবাদীদের চার ঘণ্টা গুলি বিনিময়, নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১০:১৫ পিএম

ভারতের বিভিন্ন রাজ্যে নিষিদ্ধ গোষ্ঠী মাওবাদী এবং বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকায় তারা বিক্ষিপ্ত হামলা চালিয়েছে। এসব হামলায় একদিকে যেমন ভারতী সেনা নিহত হয়েছে এবং অন্যদিকে পুলিশের অভিযানে মাওবাদীরাও বেশ কয়েকজন প্রাণ হারায়। এ সময় পুলিশের সাথে মাওবাদীদের দীর্ঘ সময় বন্দুকযুদ্ধ হয়। উভয় পক্ষে গুলিবিনিময় হয় চার ঘণ্টারও বেশি সময় ধরে।
অতি সম্প্রতি একটি সফল হামলা চালানোর মধ্যদিয়ে পলাতক পরেশ বড়–য়ার নেতৃত্বাধীন বিচ্ছিন্নতাবাদী উলফা গ্রুপ আবার চাঙা হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে। একই সাথে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোতেও তৎপরতা বৃদ্ধির আলামত পাওয়া যাচ্ছে। ভারতের মাওবাদী তৎপর ছত্তিশগড়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে পাঁচ সন্দেহভাজন ক্যাডার। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে নারায়ণপুরা জেলাতে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে নারায়ণপুরাতে অভিযান চালায় পুলিশ। সংবাদটি প্রকাশ পায় গতকাল বিভিন্ন গণমাধ্যমে। দু’পক্ষের মধ্যে প্রায় চারঘণ্টা ধরে  চলা গোলাগুলিতে পাঁচ মাওবাদীর মৃত্যু হয়। ছত্তিশগড়ের প্রতিরক্ষা সূত্রে জানান হয়, গোয়েন্দা মারফত খবর পেয়ে আমরা নারায়ণপুরের বিচাতে যাই। এলাকাটি ঘিরে ফেলে পুলিশবাহিনী। পরিস্থিতির আঁচ করে ছ’জন মাওবাদীদের একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পাল্টা গুলি চালায় পুলিশও। আর তাতেই ওই পাঁচজঙ্গির মৃত্যু হয়। মৃতদের কাছ থেকে বেশকিছু অস্ত্রও উদ্ধার হয়েছে। এই অভিযানে সাহায্য করেছে ভারত তিব্বত সীমান্ত পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গিদের থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৩১৫ বোর ও ৩১২ বোরের রাইফেল ছাড়া রয়েছে অন্য অস্ত্রও। চলতি সপ্তাহেই দান্তেওয়ারায় ৬ মাওবাদীর মৃত্যুর পর এই ঘটনায় সাফল্যের নতুন পালক যোগ হল ছত্তিশগড় প্রশাসনের মুকুটে। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ