Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসুল ছেড়ে সিরিয়ায় পালাচ্ছে ইরাকিরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১০:১৪ পিএম

ইরাকের দ্বিতীয় প্রধান শহর মসুলে সরকারি বাহিনী ও ইসলামিক স্টেটের (আইএস) মধ্যে চলমান তুমুল সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শহরটি ছেড়ে পালাতে শুরু করেছে স্থানীয় বেসামরিক লোকজন। দেশটিতে আইএসের অন্যতম প্রধান ঘাঁটি দখলে গত ১৭ অক্টোবর অভিযান শুরু করে ইরাকি বাহিনী। আইএসও নিজেদের শক্তিশালী ঘাঁটি বাঁচাতে পাল্টা হামলা শুরু করে। এরই মধ্যে যে যেভাবে পারছে, পালিয়ে যাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, মসুল উদ্ধার অভিযান শুরুর পর থেকে গত এক মাসে অন্তত ১৪ হাজার ইরাকি শহর ছেড়ে পালিয়েছে। তাদের মধ্যে অন্তত ৮ হাজার লোক সীমান্ত পেরিয়ে সিরীয় প্রদেশ ‘হাসাকাহ’র শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। তাদের অনেকে আলহোল শরণার্থী শিবিরেও আশ্রয় নিয়েছে। সিরিয়ায় আইএসের অন্যতম শক্তিশালী ঘাঁটি এবং কথিত রাজধানী রাকায়ও পালিয়ে গেছে অন্তত পাঁচ হাজার মানুষ। এ ছাড়া শত শত ইরাকি দেইর আজজৌর, আলেপ্পো এবং ইদলিব প্রদেশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তবে তারা কেউ কোনো শরণার্থী শিবিরে আশ্রয় নেয়নি। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ