Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশ্রয়প্রার্থী রোহিঙ্গার আত্মহননের চেষ্টায় মেলবোর্নে ব্যাংকে আগুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১০:১০ পিএম

অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি ব্যাংকের ভেতর নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে মিয়ানমার থেকে আসা একজন আশ্রয়প্রার্থী। গত শুক্রবার মেলবোর্নের কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার (সিবিএ) একটি শাখায় এক ব্যক্তি শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ওই ব্যক্তিসহ আরও পাঁচজন অগ্নিদগ্ধ এবং অন্তত ২১ জন ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে। পুলিশ পাহারায় হাসপাতালে ২১ বছর বয়সী ওই তরুণের চিকিৎসা চলছে। ওই তরুণের নাম নূর বলে জানিয়েছেন তার এক বন্ধু। মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের নূর তিন বছর আগে সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় আসে এবং শরণার্থী ভিসার আবেদন করে। মেলবোর্নে আসার আগে ভারত মহাসাগরের ক্রিস্টমাস দ্বীপে অস্ট্রেলিয়ার ডিটেনশন ক্যাম্পে ছিলেন নূর। তার ভিসা আবেদনের রায় স্থগিত হয়ে আছে। নূরের বন্ধুরা জানান, সরকারের দেওয়া কল্যাণ ভাতা তুলতে বুধবার ব্যাংকে যাওয়ার পর নূর জানতে পারেন তার অ্যাকাউন্টে কোনো অর্থ জমা পড়েনি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ