মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত-পাকিস্তান সীমান্তের লাইন অব কন্ট্রোলের কাছে গুলি করে ভারতীয় একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম বাজওয়া এক টুইটে এই তথ্য করেন বলে জানিয়েছে আইএএনএস। ওই টুইটের বরাত দিয়ে ভারতীয় এই সংবাদ সংস্থা বলছে, রাখচাকরি সেক্টরের আগাহি পোস্টে পাকিস্তান সময় গত শনিবার বিকাল পৌনে ৫টার দিকে একটি ভারতীয় কোয়াডকপ্টারকে গুলি করে ভূপাতিত করা হয়। খবরে বলা হয়, ভারতীয় কোয়াডকপ্টারটি পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে প্রায় ৬০ মিটার ভেতরে আসার পর সেটিকে টার্গেট করে পাকিস্তানি বাহিনী। আগাহি পোস্টের কাছে ড্রোনটি ভূপাতিত হওয়ার পর পাকিস্তানি সৈন্যরা সেটিকে কুড়িয়ে নেয় বলে বলছেন অসীম বাজওয়া। তবে পাকিস্তানি সৈন্যদের হাতে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গত শুক্রবার পাকিস্তান তাদের সমুদ্র অঞ্চলে একটি ভারতীয় ডুবোজাহাজ আসে দাবি করে তাদের নৌবাহিনী সেটি তাড়া করে ফেরত পাঠায় বলে দাবি করলেও তা নাকচ করে ভারত। জিও নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।