Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোনালিসা’র ছবিতে হামলা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ১২:০১ এএম

লিওনার্দো দ্য ভিঞ্চির অমর সৃষ্টি মনোলিসাকে নিয়ে মানুষের মুগ্ধতার শেষ নেই। পৃথিবীর অন্যতম জনপ্রিয় চিত্রটিকে দেখতে প্রতিদিনই ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভের মিউজিয়ামে উপচে পড়ে শিল্পরসিকদের ভিড়।
গত রোববার সেখানেই ঘটেছে আজব কাণ্ড। হুইল চেয়ারে বসা দর্শকদের একজন মহিলা হঠাৎ উঠে গিয়ে মোনালিসার ছবিতে কেক মাখিয়ে দেন। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে পড়ে উপস্থিত সবাই। ওই যুবককে নিরাপত্তারক্ষীরা আটক করেছে।
লুভেরে অন্যদিনের মতোই সবকিছু স্বাভাবিক ভাবে চলছিল। উদ্ভট ঘটনার সময় দর্শকদের মধ্যে ছিলেন হুইল চেয়ারে বসা এক মহিলা। হঠাৎ করে তিনি উঠে দাঁড়ান। ছুটে যান মোনালিসার ছবির দিকে। মাথা থেকে নকল লম্বা চুল খুলে গেলে তখনই বোঝা যায় তিনি আদতে পুরুষ। নিরাপত্তার খাতিরে যে কাঁচের ফ্রেমে ছবিটি থাকে, প্রথমে সেটি ভাঙার চেষ্টা করেন যুবক। না পেরে সঙ্গে আনা কেক লেপে দেন ছবিটিতে।
প্রথমে চোখের সামনে ঘটা আজব কাণ্ডের প্রতিক্রিয়ায় হতবাক হন উপস্থিত দর্শনার্থীরা। পরে তারা চিৎকার করে ওঠেন। ততক্ষণে অবশ্য যা ঘটার ঘটে গেছে। এদিকে দর্শকদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান কয়েকজন নিরাপত্তারক্ষী। উত্তেজিত লোকজন ক্ষিপ্ত হয়ে যুবকের দিকে এগিয়ে গেলে নিরাপত্তারক্ষীরা যুবককে আটক করে নিয়ে যান।
ওই ঘটনার কিছু পরের দু’টি ভিডিও প্রকাশ্যে এসেছে। তার একটিতে দেখা গেছে, কেক মাখা মোনালিসার ছবি। অন্য ভিডিওতে দেখা গেছে উইগ পরা অভিযুক্ত যুবককে। তাকে চিৎকার করে ফরাসি ভাষায় কিছু বলতে শোনা যায়। গতকাল পর্যন্ত জানা যায়নি তিনি ঠিক কী উদ্দেশ্যে এমন কাজ করেছেন। তবে সে কীভাবে কেক নিয়ে মিউজিয়ামে ঢুকেছে সে নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রসঙ্গত, মোনালিসার ছবির নিচের অংশে এর আগে ১৯৫৬ সালে জনৈক ব্যক্তি অ্যাসিড ছুঁড়েছিল। ওই ঘটনায় ছবির নিচের অংশের কিছু ক্ষতি হয়। এরপরই ছবিটিকে বুলেট প্রুপ কাঁচে ফ্রেমের ভেতরে রাখা হয়। সূত্র : এএফপি, গালফ ডেইলি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ