মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সম্প্রতি মার্কিন গণমাধ্যমের প্রকাশিত বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা গেছে, দেশটিতে করোনাভাইরাসের মহামারির অবস্থা আরো অবনতি হচ্ছে। সেই সঙ্গে চীনের বেইজিং ও শাংহাইয়ের মহামারি নিয়ন্ত্রণে এসেছে। দুই দেশের মহামারি প্রতিরোধের ফলাফল একদম ভিন্ন।
এ বিষয়ে সিএমজি সম্পাদকীয়তে বলা হয়েছে, করোনাভাইরাসের মহামারিতে ১০ লাখেরও বেশি মার্কিনী প্রাণ হারিয়েছে, ২ লাখ শিশু অনাথ হয়ে পড়েছে। অসংখ্য মার্কিন পরিবার ভেঙে গেছে। এর মূল কারণ হল- যুক্তরাষ্ট্রের মহামারি প্রতিরোধ ব্যবস্থা সবসময় ‘রাজনৈতিক স্বার্থকে’ সেবা করেছে। প্রাণকে গুরুত্ব দেয় নি।
সেই তুলনায় চীনের ক্ষমতাসীন পার্টি- সিপিসি ও সরকার সবসময় ‘জনগণকে শীর্ষ স্থানে রেখেছে, প্রাণকে শীর্ষস্থানে রেখেছে। চীন ‘ডাইনামিক জিরো’ নীতি মেনে জনগণের প্রাণ ও স্বাভাবিক জীবন রক্ষা করেছে। যা বিশ্বের মহামারি প্রতিরোধ এবং অর্থনীতি পুনরুদ্ধারের বৃহত্তম অবদান।
এ ছাড়া চীন সবার আগে মহামারি নিয়ন্ত্রণ করেছে, সবার আগে উৎপাদন আবারও শুরু করেছে। যা বিশ্বে সরবরাহের অভাব পূরণ করেছ, বিশ্বের সরবরাহ চেইনকে স্থিতিশীল করেছে। বাস্তবতা প্রমাণ করেছে যে ‘ডাইনামিক জিরো’ নীতি চীনের অবস্থার জন্য উপযোগী ও বিজ্ঞানসম্মত। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।