Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের সাথে দূরত্ব বাড়ছে ভারতের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ৯:১৪ পিএম

লাদাখসহ বিভিন্ন ইস্যুতে চীনের সাথে দূরত্ব বেড়েই চলেছে ভারতের। এবার আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক ব্যবসার পরিমাণ চীনকে ছাপিয়ে গেল। বহু বছর ধরে দ্বিপাক্ষিক ব্যবসার নিরিখে চীনই ছিল ভারতের সবচেয়ে বড় সহযোগী। দু’দেশের মধ্যে ক্রমর্ধমান বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ফলেই এটা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ২০২১-২২ সালের যে, হিসাব পেশ করেছে, তাতে দেখা যাচ্ছে, দু’দেশের মোট বাণিজ্যের পরিমাণ ১১ হাজার ৯৪২ কোটি ডলারে পৌঁছেছে। তার ঠিক আগের অর্থবর্ষ, অর্থাৎ ২০২০-২১ সালে এই দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৮০০ কোটি ৫১ লক্ষ ডলার। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য জানাচ্ছে, আমেরিকায় রফতানি আগের অর্থবর্ষের ৫১০ কোটি ৬২ লক্ষ ডলার থেকে ২০২১-২২ অর্থবর্ষে বে়ড়ে দাঁড়িয়েছে ৭৬০ কোটি ১১ লক্ষ ডলার।

এই সময় কালে আমদানির পরিমাণ ২০২০-২১ সালের ২৯০ কোটি ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৩০ কোটি ৩১ লক্ষ ডলার। ২০২১-২২ অর্থবর্ষে চীনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক ব্যবসার পরিমাণ ১১ হাজার ৫০০ কোটি ৪২ লক্ষ ডলার হয়েছে। এর আগের অর্থবর্ষে, অর্থাৎ ২০২০-২১ সালে এই দ্বিপাক্ষিক ব্যবসার পরিমাণ ছিল ৮৬০ কোটি ৪০ লক্ষ ডলার।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্য জানাচ্ছে, ভারত থেকে চীনে রফতানির পরিমাণ ২০২০-২১ অর্থবর্ষে ২১০ কোটি ১৮ লক্ষ ডলার ছিল। ২০২১-২২ অর্থবর্ষে সেই রফতানির পরিমাণ সামান্য বেড়ে হয়েছে ২১০ কোটি ২৫ লক্ষ ডলার। অন্য দিকে চীন থেকে আমদানির পরিমাণ ২০২০-২১ সালে ৬৫০ কোটি ২১ লক্ষ ডলার থেকে এক লাফে বেড়ে হয়েছে ৯৪০ কোটি ১৬ লক্ষ ডলার। দু’দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ২০২০-২১ সালের ৪৪০ কোটি ডলার থেকে বেড়ে ২০২১-২২ সালে হয়েছে ৭২০ কোটি ৯১ লক্ষ ডলার।

বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের এই বৃদ্ধি আগামী বছরগুলিতেও চলবে, কারণ নয়াদিল্লি ও ওয়াশিংটন দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ