Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:৩০ এএম

প্রথমবার আইপিএলে অংশ নিয়েই চ্যাম্পিয়ন হলো গুজরাট। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার রাতে এক লাখের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনালে গুজরাটের জয় ৭ উইকেটে। রাজস্থানের ১৩০ রান তারা পেরিয়ে যায় ১১ বল বাকি থাকতে।

ফলে রাজস্থানের আরেকটি শিরোপার অপেক্ষা আরও বেড়ে গেল। ২০০৮ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারই প্রথম ফাইনালে উঠেছিল ফ্র্যাঞ্চাইজিটি।

ফাইনালেও চমকের পর চমক উপহার দিলেন হার্দিক পান্ডিয়া! প্রথমবারের মতো আইপিএলে অধিনায়কত্ব পেয়েছেন, সেটাও একেবারে নতুন দল গুজরাট টাইটানসের। আসর শুরুর আগে পান্ডিয়ার দলটিকে নিয়ে আলোচনা ছিল সবচেয়ে কম।

ছোটপর্দার ক্রিকেট বিশ্লেষকরা তখন বলেছিলেন, দুর্বল দল গড়েছে গুজরাট, অধিনায়ক হিসেবে পান্ডিয়াও পরীক্ষিত নন। গুজরাট টুর্নামেন্টে বেশিদূর গেলে সেটা চমকই হবে। সেই 'চমক'ই হয়েছে।

প্রথম পর্বে আইপিএল অভিজাতদের ঘোল খাইয়ে শিরোপা জিতল দলটি। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অধিকার করেছিল পান্ডিয়ার গুজরাট। সবার আগে প্লে-অফ নিশ্চিতের পর প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে পিছু ঠেলে পৌঁছে যায় ফাইনালে।

আইপিএলের ফাইনালেও সেই দাপট! পান্ডিয়া ও সাই কিশোরদের বোলিং তোপে বড় সংগ্রহ পায়নি রাজস্থান। টস জিতে আগে ব্যাটিংয়ে নামা রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মোটে ১৩০ রানেই আটকে যায়। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৮.১ ওভারে তিন উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে নেয়া পান্ডিয়ার দল।

ম্যাচের শুরু থেকেই বল হাতে রাজস্থান ব্যাটারদের টুঁটি চেপে ধরেছিলেন গুজরাটের বোলাররা। চতুর্থ ওভারের শেষ বলে রাজস্থান ওপেনার যশস্বী জয়সোয়ালকে (১৬ বলে ২২) ফিরিয়ে শুরুটা করেছিলেন যশ দয়াল। অপর প্রান্তে বাটলার যথারীতি ধীরস্থির শুরু করেছিলেন, তবে ঠাণ্ডা শুরুর পর অন্য দিনের মতো আজ আর ঝড় তুলতে পারেননি এবারের আসরে রেকর্ড চার সেঞ্চুরি করা এই ইংলিশ ব্যাটার। ইনিংসের ১৩তম ওভারে পান্ডিয়ার বলে ফিরে গেছেন দলীয় সর্বোচ্চ ৩৫ বলে ৩৯ রান করে।

ইনিংসের ৪ ওভার করে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেওয়া পান্ডিয়ার অপর দুই শিকার রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন (১১ বলে ১৪) এবং শিমরন হেটমায়ার (১২ বলে ১১)। বলা যায়, রাজস্থানের ব্যাটিংয়ের মেরুদণ্ড একাই ভেঙে দিয়েছেন গুজরাট অধিনায়ক।

রাজস্থানের বাকি ব্যাটারদের কেউই আর বলার মতো কোনো ইনিংস খেলতে পারেননি। তবে দলটির জন্য আশার বাণী, আইপিএল ফাইনালে ১৫০ বা তার কম রানের লক্ষ্য তাড়া করতে নেমে এখনো পর্যন্ত কোনো দলই জয় পায়নি। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ