Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রভুভক্তির মর্মস্পর্শী নিদর্শন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০০ এএম

পোষ্য হিসেবে প্রভুভক্তিতে কুকুরের ধারেকাছে যে আর কোনো পশু-প্রাণী নেই, একথা সবারই জানা। আর তারই আরেক মর্মস্পর্শী নিদর্শন এবার দেখা গেল আমেরিকার আরিজোনা অঙ্গরাজ্যে। মৃত প্রভুর দেহ আঁকড়ে টানা ৬ দিন পড়ে রইল রেঞ্জার নামের এক কুকুর। যা করতে গিয়ে সে নিজেই অসুস্থ হয়ে পড়েছে। এমন প্রভুভক্তি দেখে মুগ্ধ সকলে।
জাতে ল্যাব্রাডরের সংকর। রেঞ্জার তার প্রভুর সঙ্গে গিয়েছিল আরিজোনার দুর্গম মিনগুস পর্বতে অভিযান করতে। এরপরই নিখোঁজ হয়ে যান ডোনাল্ড হায়েস (৭৪)। মালিকের সঙ্গেই ছিল রেঞ্জার। মৃত্যুর পরও সে প্রভুকে ছেড়ে যায়নি। আর তার ফলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

কুকুরের শরীরে দেখা দেয় তীব্র পানির অভাব। সেই সঙ্গে অসম্ভব ক্লান্তি। কেননা ৬ দিন ধরে প্রভুকে ছেড়ে কোথাও যায়নি সে। এক জায়গাতেই বসে দেহটি পাহারা দিয়েছে। জানা গেছে, সঙ্কটে পড়ে জঙ্গলের পেট্রল টিমকে ফোন করেন ডোনাল্ড। তাকে বলা হয়, যেখানেই আছেন সেখানে থাকতে। দ্রুত সেখানে পৌঁছবে উদ্ধারকারী দল।

কিন্তু সেই আশ্বাসবাণীতে আশ্বস্ত হতে পারেননি ডোনাল্ড। তিনি সেই অঞ্চল ছেড়ে নিচে নামার চেষ্টা করেন। আর তাতেই সর্বনাশ হয়ে যায়। গত ২৫ মে তার মৃতদেহ উদ্ধার করা হয়। দেখা গেছে অন্তত ৬ দিন আগেই মারা যান ডোনাল্ড। আর পুরোটা সময় দেহটি পাহারা দিতে সেখানেই বসেছিল রেঞ্জার। কুকুরটি নিচে নেমে যাওয়ার পথ খোঁজারও কোন চেষ্টাই করেনি। সূত্র : ইউএসএ টুডে, ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ