গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
নগরীতে চলমান পানিবদ্ধতা নিরসন প্রকল্পের জন্য খালে দেয়া বাঁধ ১০ দিনের মধ্যে অপসারণ করতে সিডিএর প্রতি আহ্বান জানিয়েছেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। গতকাল রোববার চসিকের ১৬তম সাধারণ সভায় তিনি বলেন, বর্ষা শুরু হতেই এক ঘণ্টার বৃষ্টিতে বহদ্দারহাট, মুরাদপুরসহ অনেক এলাকায় পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নাগরিক ভোগান্তি চরমে উঠেছে।
তিনি এ ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে অবিলম্বে খালের মুখে দেয়া বাঁধ অপসারণের আহ্বান জানান। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় সভায় প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, সচিব, বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।