গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। গতকাল রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিদের র্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, দেশ, সরকার ও সংগঠন হিসেবে পুলিশ আপনাদের অনেক দিয়েছে। এখন আপনাদের শুধু দেয়ার পালা। আপনারা দেশ, জনগণ এবং পুলিশ বাহিনীর জন্য কাজ করবেন। আইজিপি ড. বেনজীর আহমেদ ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ ইউনিটের অতিরিক্ত আইজিরা র্যাংক ব্যাজ পরিয়ে দেন। আর অতিরিক্ত আইজি না থাকা ইউনিটের পদোন্নতিপ্রাপ্তদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন অতিরিক্ত আইজি (এঅ্যান্ডআই) ড. মো. মইনুর রহমান চৌধুরী। এ সময় অতিরিক্ত আইজি ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্প্রতি ৩২ জন কর্মকর্তা ডিআইজি পদে পদোন্নতি পান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।