Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’ পেলো কোকা-কোলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ৭:৫৬ পিএম

সম্প্রতি, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০ পেয়েছে দি কোকা-কোলা কোম্পানি’র সাবসিডিয়ারি কোকা-কোলা ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড অর্জন করলো।
বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকে কোকা-কোলা ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড বিভিন্নভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ, সম্প্রতি প্রতিষ্ঠানটিকে ‘বৃহৎ শিল্প’ ক্যাটাগরির অধীনে ‘খাদ্য শিল্প’ খাতে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০ প্রদান করা হয়।
১৯৮৯ সালে গঠিত ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত একটি প্রতিষ্ঠান। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও প্রযুক্তিগত উদ্ভাবনে ভূমিকা পালনের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখা সবচেয়ে যোগ্য সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করে এনপিও।
এই বছর ৫টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ২৬টি প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২০ প্রদান করা হয়। এ উপলক্ষে গত ২৯ মে ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি ও এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের পরিচালক মহসিনুল হক। ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মণ্ডল বলেন, “শতভাগবৈদেশিক বিনিয়োগ হিসেবে, আমরা বাংলাদেশে বিনিয়োগ করছি এবং বিভিন্ন টেকসই কর্মকাণ্ড পরিচালনা, কর্মসংস্থান তৈরি ও তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিভিন্ন উপায়ে অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করছি। আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের এই অবদান জাতীয় পর্যায়ে মূল্যায়ন করা হয়েছে। এই অ্যাওয়ার্ড আমাদেরকে দেশ ও সমাজের জন্য আরও বেশি কাজ করতে উৎসাহিত করবে।”
দি কোকা-কোলা কোম্পানি’র বটলিং ইনভেস্টমেন্টস গ্রুপের প্রেসিডেন্ট মার্সেলো বোফি বলেন, “কোকা-কোলা সবসময়ই একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমাদের এই লক্ষ্য হচ্ছে বিশ্বকে প্রাণবন্ত করে তোলা ও ইতিবাচক পরিবর্তন আনা। বিশ্বব্যাপী একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি এবং এর পাশাপাশি ভোক্তাদের পছন্দের পানীয় তৈরি করছি। প্রতিনিয়ত উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে কর্মীদের বিভিন্ন কাজ সহজ ও দ্রুততম উপায় নিশ্চিত করছি। আমি আনন্দিত যে, আমাদের এই নৈতিক মূল্যবোধ ও সকল উদ্যোগ বাংলাদেশে জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে ও স্বীকৃতি অর্জন করছে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ