Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরোপা জিতে ইতিহাস গড়লেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ৫:১২ এএম

ফাইনালের আগে রিয়ালের কোচ জানিয়েছিলেন, লিভারপুলের যদি প্রতিশোধ নেওয়ার থাকে, তবে রিয়াল মাদ্রিদেরও আছে। শেষ পর্যন্ত ১৯৮০-৮১ মৌসুমে প্যারিসের সেই হারের শোধ ঠিকই নিয়েছে রিয়াল। আর এই শিরোপা জয়ের মধ্য দিয়ে অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন কোচ কার্লো আনচেলত্তিরও।

শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে ৫৯ মিনিটে এক মাত্র গোল (১-০) হারায় রিয়াল। গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। এই প্যারিসেই চার দশকের বেশি সময় আগে রিয়ালকে ঠিক এই স্কোরলাইনে হারিয়েই উৎসবে মেতেছিল লিভারপুল। এবার তারা ফিরল একরাশ বিষন্নতা নিয়ে।

এ নিয়ে ১৪তম বারের মতো ইউরোপ সেরার মুকুট জিতল রিয়াল। প্রথম কোচ হিসাবে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন আনচেলত্তি। এই ফাইনালের আগে আনচেলত্তির সঙ্গে সর্বাধিক তিনটি করে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী ছিলেন রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান ও লিভারপুলের সাবেক কোচ বব পেইজলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ